সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

তিন বছর পর পর্দায় ফিরে বাজিমাত করলেন আমির

ডেইলি সিলেট ডেস্ক ::

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান দীর্ঘ তিন বছর পর বড় পর্দায় ফিরলেন ‘সিতারে জমিন পর’ সিনেমার মাধ্যমে। শেষবার ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে ব্যর্থ হওয়ায় আমির খান অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। এরপর অনুরাগীদের চাপে আবার অভিনয়ে ফিরলেন তিনি, এবং ফিরেই তাক লাগালেন বক্স অফিসে।

প্রথমে অনেকেই ভাবেননি সিনেমাটি সাফল্য পাবে। সমালোচকদের আগ্রহ কম ছিল, অগ্রিম টিকিট বিক্রিও ছিল হতাশাজনক। কিন্তু গত শুক্রবার মুক্তির পর হঠাৎ করেই চিত্র পাল্টে যায়। ‘সিতারে জমিন পর’ মুক্তির প্রথম দিনে আয় করে ১১ কোটি রুপি, দ্বিতীয় দিনে ২২ কোটি এবং তৃতীয় দিনে ২৮ কোটি রুপি। হিন্দুস্তান টাইমসের তথ্যমতে, প্রথম তিন দিনেই ছবিটির মোট আয় ৬০ কোটিরও বেশি।

‘সিতারে জমিন পর’ ছবিটি মূলত ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘তারে জমিন পর’–এর অনুপ্রেরণায় তৈরি হলেও এটি আদতে একটি স্প্যানিশ সিনেমার হিন্দি রিমেক। পরিচালনা করেছেন এস প্রসন্ন, আর এটি হলিউডের ‘চ্যাম্পিয়ন্স’ ছবির অনুকরণে নির্মিত। সিনেমাটিতে আমির খানের পাশাপাশি অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা এবং ১০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পী।

বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে আমির খান বলেন, ‘‘আমার প্রায় ৩৫ বছরের অভিজ্ঞতায় দেখেছি, সেটে সৃজনশীল মানুষের মধ্যে ইগো, মতবিরোধ ও টানাপোড়েন থাকেই। কিন্তু এই ছবির শুটিংয়ে সেই চিত্র একেবারে উল্টো। ওই ১০ বিশেষ শিল্পী সেটে পা রাখতেই যেন এক পবিত্রতা ছড়িয়ে যেত। তাদের মধ্যে কোনো অহংকার নেই, নেই গলা উঁচিয়ে কথা বলার অভ্যাস। এমনভাবে সহযোগিতা করেছে, যা আমাদেরও শিখিয়ে গেছে কীভাবে সহনশীল হতে হয়।’’

তবে ছবিটির নির্মাণ খরচ এখনো পুরোপুরি উঠিয়ে আনা যায়নি। ফলে লাভের মুখ দেখতে হলে ছবিটিকে আরও কিছুদিন চলতে হবে। তবুও সামগ্রিকভাবে ছবিটি আমির খানের ক্যারিয়ারে এক সাহসী ও সফল প্রত্যাবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: