cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় আজ ২২ জুন ২০২৫ রবিবার থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী মৃৎশিল্প (টেপা পুতুল) এবং শাস্ত্রীয় সংগীতের উচ্চতর প্রশিক্ষণ কর্মশালা। এ উপলক্ষে আজ বেলা ১২টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্মশালার উদ্বোধন করেন একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ এফ এম নুরুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মোস্তফা জামান, উপপরিচালক প্রদ্যোত কুমার দাস, প্রশিক্ষণ বিভাগের সিনিয়র ইন্সট্রাক্টর (নাট্যকলা) ড. আইরিন পারভীন লোপা এবং কর্মশালার প্রশিক্ষকবৃন্দ।
মেীসুমি-বাপ্পারাজ-নুসরাত ফারিয়া-সাবিলা নুরসহ একাধিক তারকার ব্যাংক হিসাব জব্দ
মৃৎশিল্প কর্মশালা (টেপা পুতুল) জাতীয় চিত্রশালায় প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে, ২২ থেকে ২৬ জুন পর্যন্ত। এতে অংশ নিচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫ জন প্রশিক্ষণার্থী। প্রশিক্ষক হিসেবে রয়েছেন দেবাশীষ পাল ও অসীম হালদার। কর্মশালার সমন্বয়কের দায়িত্ব পালন করছেন জান্নাতুল ফেরদৌস কেয়া (ইন্সট্রাক্টর, চারুকলা)।
শাস্ত্রীয় সংগীতের উচ্চতর প্রশিক্ষণ কর্মশালাও একই তারিখে জাতীয় চিত্রশালায় প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। এতে অংশ নিচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের ২০ জন প্রশিক্ষণার্থী। প্রশিক্ষক হিসেবে রয়েছেন অসিত দে ও মোহাম্মদ শোয়েব। কর্মশালার সমন্বয়কের দায়িত্বে রয়েছেন মোনালীন আজাদ (ইন্সট্রাক্টর, সংগীত ও যন্ত্র)।