সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেট ক্বীনব্রীজে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার ::

সিলেট নগরীর ক্বীনব্রীজ এলাকা থেকে আনুমানিক ৬০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ জুন) দিবাগত রাত ২টার দিকে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানিয়েছে, ক্বীনব্রীজের ওপর হঠাৎ মাথা ঘুরে পড়ে যান ওই ব্যক্তি। পরে আশপাশে থাকা লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোববার (২২ জুন) দুপুরে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, “নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। বিষয়টি তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে।”

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হঠাৎ অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নগরীর ব্যস্ততম স্থান ক্বীনব্রীজ এলাকায় ঘটে যাওয়া এই ঘটনাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও উদ্বেগ দেখা দিয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থার তৎপরতা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: