cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
লন্ডনের ঐতিহাসিক হোটেল ডচেস্টারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার একান্ত বৈঠককে বিএনপি ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে অভিহিত করেছে। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন, রাজনৈতিক সমঝোতা ও জাতির ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “এই বৈঠক ছিল ঐতিহাসিক। বেগম খালেদা জিয়া ও ড. ইউনূস জাতিকে দিকনির্দেশনা দেবেন বলে আমরা আশা করি।”
বাংলাদেশ সময় শুক্রবার (১৩ জুন) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই বৈঠক চলে। এতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ূন কবীর, প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও প্রেস সচিব শফিকুল আলম।
বৈঠকটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং গঠনমূলক। বিশ্বস্ত সূত্রের বরাতে বিএনপির লন্ডন প্রতিনিধি অলিউল্লাহ নোমান জানিয়েছেন, বৈঠক প্রায় এক ঘণ্টা স্থায়ী হয় এবং একাধিক বিষয়ে উভয়ের মধ্যে ঐকমত্য গড়ে ওঠে।
বৈঠকের অন্যতম মূল আলোচ্য বিষয় ছিল আগামী জাতীয় সংসদ নির্বাচন। তারেক রহমান প্রস্তাব করেন, রমজানের আগে অর্থাৎ আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন আয়োজন করা হোক। এই প্রস্তাবকে গুরুত্ব দিয়ে ড. ইউনূস জানান, প্রয়োজনীয় সংস্কার ও বিচারিক অগ্রগতি সাধন হলে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সম্ভব হতে পারে।
বৈঠক শেষে দেওয়া এক যৌথ বিবৃতিতে জানানো হয়, বিএনপি চায় নির্বাচন নির্ধারিত সময়ের আগেই হোক। বেগম খালেদা জিয়াও এই সময়কে নির্বাচনের জন্য উপযুক্ত বলে মনে করেন।
ঢাকায় বৈঠকের প্রতিক্রিয়া জানাতে গিয়ে গুলশানে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আজকের বৈঠকটি দেশের রাজনীতির জন্য একটি বড় বাঁকবদলের সূচনা করেছে। প্রধান ইস্যু ছিল নির্বাচন। সেখানে প্রধান উপদেষ্টা আশাব্যঞ্জক অবস্থান নিয়েছেন।”
তিনি আরও বলেন, “প্রয়োজনে দেশের মানুষ ঐক্য গড়তে পারে। গণতন্ত্র একদিনের বিষয় নয়, এটি একটি সংস্কৃতি। বিভেদ ভুলে এগিয়ে যেতে হবে।”
বৈঠকের সময় লন্ডনে বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, জহির উদ্দিন স্বপন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন।
বিএনপি সূত্র জানিয়েছে, শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। এর আগে ১০ জুন দলের মহাসচিব মির্জা ফখরুল এক সংবাদ সম্মেলনে তারেকের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেন।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা হবে। তবে বিএনপির দাবির প্রেক্ষিতে সময় আরও এগিয়ে আনার বিষয়ে সরকার নমনীয়তা দেখাতে পারে বলেও সূত্র জানিয়েছে।