সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

লাখাইয়ে থানা থেকে আসামি ছাড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ৪০

হবিগঞ্জ সংবাদদাতা ::

হবিগঞ্জের লাখাই উপজেলায় থানা থেকে আসামি ছাড়ানোকে কেন্দ্র করে ছাত্রদল ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানপন্থী দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত বুধবার (১১ জুন) বিকেলে উপজেলার বামৈ পূর্বগ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, লাখাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফকরুল ইসলাম থানায় গিয়ে একজন গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ছাড়িয়ে আনার চেষ্টা করেন। এ সময় বামৈ ইউনিয়নের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক এতে বাধা দেন। তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে আহত অন্তত ৪০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ছাত্রদল নেতা ফকরুল ইসলাম অভিযোগ করে বলেন, “পুলিশ কাজিমুল নামে এক আসামিকে না পেয়ে তার মা হারুনা বেগমকে গ্রেপ্তার করে। তিনি আসামি নন, তাই তাকে ছাড়িয়ে আনতে যাই। তখন চেয়ারম্যান ফুরুক চাপ সৃষ্টি করে বাধা দেন। পরে তার লোকজন আমাদের ওপর হামলা চালায়।”

অন্যদিকে ইউপি চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক বলেন, “ছাত্রদল নেতা একজন প্রকৃত আসামিকে ছাড়ানোর চেষ্টা করলে আমি তাতে আপত্তি জানাই। এরপর তার লোকজন এসে আমাদের ওপর হামলা চালায়।”

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বলেন, “হারুনা বেগম নামে একজনকে আসামি হিসেবে থানায় আনা হয়। এরপর ছাত্রদল নেতা ও ইউপি চেয়ারম্যানের মধ্যে বাদানুবাদ হয়। আমরা তাৎক্ষণিকভাবে উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করি। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে সংঘর্ষে রূপ নেয়।”

সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: