সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
শুক্রবার, ১৩ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

এসএমপি কমিশনার’র অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি লাভ

স্টাফ রিপোর্টার ::

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো. রেজাউল করিম, পিপিএম-সেবা অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) গ্রেড-২ পদে পদোন্নতি লাভ করেছেন। সম্প্রতি অনুষ্ঠিত সুপিরিয়র সিলেকশন বোর্ডের ১৫তম সভায় পুলিশ ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে এই পদে পদোন্নতির সুপারিশ করা হয়। গত ১৭ মে প্রধান উপদেষ্টা এই সুপারিশ অনুমোদন করেন।

মো. রেজাউল করিম গত বছরের ৫ সেপ্টেম্বর এসএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি লাভের পর আজ ১৯ মে তিনি সহকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন।

সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান। পরবর্তীতে এসএমপি সদর দপ্তরে বিভিন্ন পদমর্যাদার অফিসার, ফোর্স এবং সাধারণ জনগণ পুলিশ কমিশনারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৮ মে ২০২৫ তারিখের প্রজ্ঞাপনে (স্মারক নং: ০৫.০০.০০০০.১৩৩.১২.০০৪২.২৫-১৭১) মো. রেজাউল করিমসহ মোট ১২ জন কর্মকর্তার অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়।

অন্য যেসব কর্মকর্তা অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) পদে পদোন্নতি পেয়েছেন তারা হলেন, মোহাম্মদ গোলাম রসুল, একেএম আওলাদ হোসেন, মো. আকরাম হোসেন, হাসিব আজিজ, গাজী জসিম উদ্দিন, আবু নাসের মোহাম্মদ খালেদ, খন্দকার রফিকুল ইসলাম, মো. মোস্তফা কামাল, মোসলেহ উদ্দিন আহমদ, মো. ছিবগাত উল্লাহ ও সরদার নুরুল আমিন।

এ পদোন্নতিকে এসএমপি পরিবারের জন্য একটি গর্বের মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: