সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
রবিবার, ২২ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

শাবি অধ্যাপকের ওপর হামলার ঘটনায় মামলা, হামলাকারীকে আদালতে সোপর্দ

স্টাফ রিপোর্টার ::

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পদার্থবিজ্ঞান ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং হামলাকারীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গতকাল রোববার (১৮ মে) রাত ৮টা ৪০ মিনিটে সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালের সামনে অধ্যাপক ড. শফিকুল ইসলামের গাড়ির বাম্পারের সঙ্গে রাসেল আহমেদ (৩০), পিতা: মৃত আব্দুর রকিব, গ্রাম: নেহারীপাড়া, থানা: কোতোয়ালী, সিলেট-এর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর উত্তেজিত হয়ে রাসেল আহমেদ অধ্যাপককে মারধর ও লাঞ্ছিত করেন।

এছাড়া তিনি গাড়ি ভাঙচুর, অশালীন ভাষায় গালিগালাজ, অশোভন আচরণ এবং প্রাণনাশের হুমকিসহ নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন।

এই ঘটনায় আহত অধ্যাপককে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরপরই কোতোয়ালী মডেল থানা পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে অভিযুক্ত রাসেল আহমেদকে আটক করে। পরবর্তীতে অধ্যাপক ড. শফিকুল ইসলাম থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

তার অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানায় মামলাটি (মামলা নম্বর: ৩৭, তারিখ: ১৯/০৫/২০২৫) রুজু করা হয়। গ্রেপ্তারকৃত রাসেল আহমেদকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: