সর্বশেষ আপডেট : ১২ মিনিট ১০ সেকেন্ড আগে
সোমবার, ২৩ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

দিল্লি ক্যাপিটালসের জার্সিতে আইপিএলে ফিরছেন কাটার মাস্টার

স্পোর্টস ডেস্ক ::

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ সুযোগ পেলেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। আসরের বাকি অংশে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন তিনি। ৬ কোটি রুপিতে এই বাঁহাতি পেসারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

আইপিএল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, অস্ট্রেলিয়ান ব্যাটার জেক ফ্রেজার-ম্যাকগার্ক ব্যক্তিগত কারণে আসরের বাকি অংশ থেকে ছিটকে যাওয়ায় বদলি খেলোয়াড় হিসেবে মুস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

এর আগেও দিল্লির হয়ে ২০২২ ও ২০২৩ মৌসুমে খেলেছিলেন মুস্তাফিজ। এবার দুই বছর পর ফের পুরোনো দলে ফিরছেন তিনি। ১৭ মে শুরু হতে যাচ্ছে চলতি আইপিএলের দ্বিতীয় পর্ব, তার আগেই সম্পন্ন হয়েছে এই চমকপ্রদ চুক্তি।

৩৫১ উইকেটের মালিক :
টি-টোয়েন্টি অভিজ্ঞতায় মুস্তাফিজুর রহমান আজও বিশ্বমানের এক বোলার। ২০১৫ সালে আন্তর্জাতিক অভিষেকের পর এখন পর্যন্ত তিনি ২৮১ টি-টোয়েন্টি ম্যাচে নিয়েছেন ৩৫১ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেই ১৩২ উইকেটের মালিক এই পেসার বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা।

আইপিএল পরিসংখ্যান :
আইপিএলের ইতিহাসেও মুস্তাফিজের রয়েছে সমৃদ্ধ পরিসংখ্যান। ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৭ মৌসুমে খেলেছেন ৫টি ভিন্ন দলের হয়ে। আইপিএলে ৫৭ ম্যাচে তার ঝুলিতে রয়েছে ৬১টি উইকেট। সর্বশেষ মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে ৯ ম্যাচে নিয়েছিলেন ১৪ উইকেট, যার মধ্যে একটি চার উইকেটের স্পেলও ছিল।

বিপিএলে ঝলক :
চলতি বছরের শুরুতে বিপিএলেও দুর্দান্ত পারফর্ম করেন মুস্তাফিজ। ঢাকা ক্যাপিটালসের হয়ে ১২ ম্যাচে ১৩ উইকেট নিয়ে ছিলেন দলের সেরা উইকেটশিকারি।

দিল্লির ভরসা ‘ডেথ ওভারে মুস্তাফিজ’ :
দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ জানায়, ডেথ ওভারে মুস্তাফিজের কাটার, স্লোয়ার এবং অভিজ্ঞতা দলের জন্য বড় ভরসা হতে পারে। ফ্র্যাঞ্চাইজিটি আশাবাদী, দুই বছর পর পুরোনো দলে ফিরে মুস্তাফিজ তাদের বোলিং ইউনিটে নতুন উদ্দীপনা জোগাবেন।

বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে সুখবর। নিলামে দল না পেলেও শেষ সময়ে সুযোগ পাওয়া মুস্তাফিজ আবারও প্রমাণ করতে প্রস্তুত যে, অভিজ্ঞতা ও দক্ষতা এখনও বড় সম্পদ—বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: