সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
শুক্রবার, ১৩ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

জৈন্তাপুরে ‘পর্যটনের উন্নয়নে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালাখাল, শ্রীপুর, সারীনদীসহ গুরুত্বপূর্ণ পর্যটন এলাকাগুলোর উন্নয়নে প্রস্তাবনা উপস্থাপন

জৈন্তাপুর সংবাদদাতা ::

সিলেটের জৈন্তাপুর উপজেলায় পর্যটন খাতের সম্ভাবনা ও উন্নয়নের করণীয় নির্ধারণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ হলরুমে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মোহাম্মদ আল-জুনায়েদ, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী, জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএফএইচপিও ডা. এ মোহাম্মদ ফারুখ এবং স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক এবং পর্যটন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

সভায় অংশগ্রহণকারীরা জৈন্তাপুর উপজেলার লালাখাল, শ্রীপুর, সারীনদী, ডিবিরহাওড়ের লাল শাপলা বিলসহ বিভিন্ন পর্যটন এলাকাগুলোর উন্নয়ন ও আধুনিকায়নের জন্য একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরেন। এতে সড়ক অবকাঠামোর উন্নয়ন, পর্যাপ্ত নিরাপত্তা, ডাস্টবিন স্থাপন, দর্শনার্থীদের জন্য খালি টিলা উন্মুক্তকরণ, বর্ষা মৌসুমে নৌযানযোগে ভ্রমণের ঘাট নির্মাণ, আনারস ও লেবু চাষের মাধ্যমে পাহাড়ি অঞ্চলকে সৌন্দর্যমণ্ডিত করাসহ ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণের সুপারিশ করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, “জৈন্তাপুর একটি সম্ভাবনাময় পর্যটনবান্ধব উপজেলা। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য এবং সম্পদ ব্যবস্থাপনায় স্থানীয়দের সক্রিয় ভূমিকা প্রয়োজন। যেসব সমস্যা ও প্রস্তাবনা সভায় এসেছে, তা সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করে পদক্ষেপ নেবে।”

তিনি আরও বলেন, “সাইট্রাস গবেষণা কেন্দ্র জৈন্তাপুরের একটি উল্লেখযোগ্য সরকারি সম্পদ, তবে এর প্রচারণা প্রয়োজনীয় মাত্রায় হয়নি। অনাবাদি পাহাড়ি জমিতে ফলজ কৃষির উন্নয়ন করে এলাকাগুলোকে দর্শনীয় করে তোলার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি শাপলা বিলের রাস্তার সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করতে এলজিআরডি বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।”

সভায় আরও উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলি, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউপি চেয়ারম্যান সুলতান করিম, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ।

সভায় অংশগ্রহণকারীরা পর্যটনের টেকসই উন্নয়নে স্থানীয় জনগণের সম্পৃক্ততা ও সরকারি-বেসরকারি সমন্বয়ের উপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: