cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
স্টাফ রিপোর্টার ::
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরাণ (রহঃ) থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ১৬৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ মে মঙ্গলবার দুপুর ৩টায় পিএসআই (নিঃ) মোঃ মেহেদী আহমেদের নেতৃত্বে একটি দল প্রথম অভিযান চালায় কুশিঘাট, বোরহানাবাদ এলাকায়। সেখানে হাজী জয়নাল আবেদীনের বাড়ির ভাড়াটিয়া শাহীনের ঘরের খাটের নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে পুলিশ পৌঁছার আগেই শাহীন পালিয়ে যায়।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয় সাদিপুর, নোয়াগাঁওয়ের ছায়েদ মিয়ার কলোনিতে। সেখানকার আরেকটি ভাড়াটিয়া বাসা থেকে—যা শাহীনের বাবা আতর আলী ও মা দিলারা খাতুনের বসবাসস্থল—একটি কালো লাগেজের ভেতর থেকে আরও ১১৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
দুটি বাসা থেকে উদ্ধার করা মোট ১৬৫ বোতল ফেন্সিডিল জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এ ঘটনায় শাহীন মিয়ার মা দিলারা খাতুন (৪০) ও শাহীনের পার্টনার আফজল মিয়া (২৮), পিতা-গেদর মিয়া, সাং-রামপুর, ছাতক, সুনামগঞ্জ—এই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে শাহপরাণ (রহঃ) থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণি ১৪(গ)/৩৮/৪১ ধারায় মামলা (এফআইআর নং-০৫, তারিখ ৭ মে ২০২৫) দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক শাহীনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।