cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
স্পোর্টস রিপোর্টার ::
চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনেই এক ইনিংস ও ১০৬ রানের বিশাল ব্যবধানে জিম্বাবুয়েকে পরাজিত করেছে বাংলাদেশ। এই জয়ের নায়ক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, যিনি ব্যাটে করেছেন দুর্দান্ত শতক ও বল হাতে নিয়েছেন ৫টি মূল্যবান উইকেট। তাঁর এই অনবদ্য পারফরম্যান্সে ঘরের মাঠে ছয় টেস্ট পর জয় পেল টাইগাররা এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হলো ১-১ সমতায়।
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে জিম্বাবুয়ের প্রথম ইনিংসের ২২৭ রানের জবাবে বাংলাদেশ করে বিশাল ৪৪৪ রান। এতে ২১৭ রানের লিড পায় স্বাগতিকরা। প্রথম ইনিংসে শতক হাঁকান সাদমান ইসলাম (১২০) ও মেহেদী হাসান মিরাজ (১০৪)। এছাড়া তানজিম হাসান সাকিব ৪১ ও তাইজুল ইসলাম ২০ রানের কার্যকর ইনিংস খেলেন।
জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে টাইগার স্পিনারদের সামনে দাঁড়াতেই পারেনি। মাত্র ৪৬.২ ওভারে ১১১ রানে গুটিয়ে যায় সফরকারীরা। তাইজুল ইসলাম ইনিংসের শুরুতেই দুই উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়েকে চাপে ফেলেন। এরপর নাইম হাসান একটি উইকেট শিকার করেন। এরপর হাল ধরেন মেহেদী মিরাজ। দারুণ স্পিনে একে একে তুলে নেন ৫ উইকেট। জিম্বাবুয়ের পক্ষে সবচেয়ে বড় প্রতিরোধ গড়েন বেন কারেন, যিনি ১০৩ বলে করেন ৪৬ রান।
এই পারফরম্যান্সের মাধ্যমে মিরাজ গড়েছেন বিরল কীর্তি—সাকিব আল হাসান ও সোহাগ গাজীর পর তিনিই বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার, যিনি একই টেস্টে সেঞ্চুরি এবং ফাইফার (৫ উইকেট) অর্জন করলেন।
এ জয়ের ফলে টেস্ট সিরিজ ১-১ এ সমতা নিয়ে শেষ করল বাংলাদেশ। ঘরের মাঠে এটি টাইগারদের দীর্ঘদিন পর টেস্ট জয়, আর মিরাজের অলরাউন্ড নৈপুণ্য এই জয়কে করে তুলেছে স্মরণীয়।