সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

নিরাপদ সড়ক আন্দোলনে ‘ষড়যন্ত্র’: আমীর খসরুসহ ৫ জন খালাস

ডেইলি সিলেট ডেস্ক ::

২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনের সময় ‘ষড়যন্ত্রের’ অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ পাঁচজনকে খালাস দিয়েছেন আদালত।

রোববার (২৭ এপ্রিল) ঢাকার ১৪ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রায় ঘোষণা করেন। তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ রাষ্ট্রপক্ষ কোনোভাবেই প্রমাণ করতে পারেনি।

খালাস পাওয়া অন্য চারজন হলেন, ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমী, মো. রফিকুল ইসলাম নয়ন, হাবিবুর রহমান হাবিব এবং রবিউল ইসলাম রবি।

আদালতে আমীর খসরুর পক্ষে শুনানি পরিচালনা করেন আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৯ জুলাই রাজধানীর শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী বাসচাপায় নিহত হওয়ার পর সারা দেশে শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামে। ওই সময় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি কথিত ফোনালাপকে কেন্দ্র করে ‘রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র’ ও ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ অভিযোগে আমীর খসরু ও ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০০–৫০০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করেন ডিবি পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক মো. শামীম আহমেদ।

মামলাটি বিশেষ ক্ষমতা আইনে নেওয়া হয়। পরে তদন্ত শেষে ২০২০ সালের ২৫ জানুয়ারি পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক মো. আনিসুর রহমান। ২০২২ সালের ১৯ জানুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে শুরু হয় বিচার প্রক্রিয়া।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: