সর্বশেষ আপডেট : ২১ ঘন্টা আগে
সোমবার, ২১ এপ্রিল ২০২৫ খ্রীষ্টাব্দ | ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ : সকাল থেকেই ঢল জনতার

ডেইলি সিলেট ডেস্ক ::

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং ফিলিস্তিনের নিরস্ত্র জনগণের প্রতি সংহতি প্রকাশ করতে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর ব্যানারে শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় গণজমায়াত শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল এসে জমায়েত হতে শুরু করেছে।

সকাল সাড়ে ১০টার মধ্যেই সারাদেশ থেকে কয়েক হাজার মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। হাতে বাংলাদেশের ও ফিলিস্তিনের পতাকা এবং বিভিন্ন প্রতিবাদী স্লোগানসংবলিত প্ল্যাকার্ড বহন করে মানুষ সমবেত হচ্ছেন উদ্যানে। আয়োজকরা জানিয়েছেন, দুপুর দুইটা থেকে বাংলামোটর, কাকরাইল মোড়, জিরো পয়েন্ট, বকশিবাজার মোড় ও নীলক্ষেত মোড় থেকে মিছিল শুরু হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে এসে মিলিত হচ্ছে।

মূলত ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদ, আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করাই এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য। বিকেল ৩টা থেকে মাগরিব পর্যন্ত চলবে এই গণজমায়েত।

আয়োজকেরা জানিয়েছেন, ফিলিস্তিনের পক্ষে এটি হতে যাচ্ছে ঢাকায় সবচেয়ে বড় গণজমায়েত। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুহাম্মাদ আবদুল মালেক এতে সভাপতিত্ব করবেন। বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরাও এতে সংহতি প্রকাশ করছেন।

মূলত শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত মিছিল হওয়ার কথা থাকলেও নিরাপত্তা ও ব্যবস্থাপনার কারণে পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী শুধুমাত্র সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হচ্ছে।

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে সকল রাজনৈতিক দল, পেশাজীবী ও সচেতন নাগরিকদের কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: