cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সুনামগঞ্জ সংবাদদাতা ::
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে আপন ভাতিজার ছুরিকাঘাতে আব্দুল গণি মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ধোপাঘাটপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আব্দুল গণি মিয়া ওই গ্রামের মৃত রাশিদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধোপাঘাটপুর গ্রামে বাড়ির সামনে গরু চলাচলের রাস্তা (গোপাট) মাটি ভরাট নিয়ে আব্দুল গণি মিয়ার ভাই আব্দুল গফুরের পরিবারের সদস্যদের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে আব্দুল গফুরের ছেলে সোহেল হাতে থাকা ধারালো ছুরি দিয়ে চাচা আব্দুল গণি মিয়ার গলায় আঘাত করেন। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাঁকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক বিরোধের জেরে চাচা-ভাতিজার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হন। নিহতের মরদেহ কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তবে এখনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযুক্তদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
নিহতের পরিবারের অভিযোগ, মারপিট ও হত্যাকাণ্ডে শুধু সোহেল নয়, তার সহোদর রুবেল, বোন পপি আক্তার এবং মা জোস্না বেগমও জড়িত ছিলেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং দোষীদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।