সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
সোমবার, ১৭ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় চিনি ও প্রসাধনীসহ ৩ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ::

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরাণ (রহ.) থানা পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চিনি ও প্রসাধনী সামগ্রীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া একটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে।

বুধবার (১৩ মার্চ) সকাল ৮:৫০ মিনিটে শাহপরাণ (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. সানাউল ইসলামের নেতৃত্বে দাসপাড়ার মুসলিম স্কুলের পাশে চেকপোস্ট বসিয়ে একটি হলুদ রঙের ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৫৬০৫) আটক করা হয়।

ট্রাকটি তল্লাশি করে পাথরের নিচে লুকানো অবস্থায় ২৭৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়, যার মোট ওজন ১৩,৪৭৫ কেজি এবং বাজারমূল্য আনুমানিক ১৬,১৭,০০০ টাকা। ট্রাকসহ আটককৃত মালামালের মোট মূল্য প্রায় ৪৬ লাখ টাকা।

এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হচ্ছেন, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন ঘিলাবই গ্রামের মো. হাসমত আলীর পুত্র মো. জাহাঙ্গীর আলম (২৬) এবং সিলেটের জৈন্তাপুর থানাধীন ১নং লক্ষীপুর গ্রামের ইব্রাহিম খলিল’র পুত্র মো. সাহিন আলী (২৬)।

তাদের বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানায় Special Powers Act, 1974-এর 25B(1)(b)/25D ধারায় মামলা (এফআইআর নং-১৪, তারিখ-১৩/০৩/২০২৫) রুজু হয়েছে।

এর আগের দিন (১২ মার্চ) দুপুর ১:১৫ মিনিটে এসআই সোহেল চন্দ্র সরকারের নেতৃত্বে একই স্থানে অভিযান চালিয়ে একটি নীল ও হলুদ রঙের টাটা কোম্পানির কাভার্ড ভ্যান (সিলেট মেট্রো-ন-১১-২৩৩০) আটক করা হয়।

তল্লাশি করে ভ্যান থেকে ২৬,৩৬,২০০ টাকার বিভিন্ন ভারতীয় প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য—

GARNIER BRIGHT COMPLETE VITAMIN-C SERUM CREAM–১২০০ পিস (মূল্য ১,৪৪,০০০ টাকা)
GARNIER BRIGHT COMPLETE VITAMIN-C FACEWASH–৪৫৬০ পিস (মূল্য ৬,৮৪,০০০ টাকা)
POND’S SKIN INSTITUTE BRIGHT BEAUTY FACE WASH–৫২৩২ পিস (মূল্য ১৫,৬৯,৬০০ টাকা)

এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক মো. নুর উদ্দিন (৩৩), পিতা- মাখন মিয়া, ঠিকানা- ঠাকুরেরমাটি, থানা- জৈন্তাপুর, জেলা- সিলেট-কে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে Special Powers Act, 1974-এর 25B(1)(b)/25D ধারায় মামলা (এফআইআর নং-১৩, তারিখ-১২/০৩/২০২৫) রুজু হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএমপি মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: