cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
ঢাকা-বরিশাল মহাসড়কে গ্রিন লাইন পরিবহনের একটি চলন্ত বাসে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় বাসটিতে ২০ জন যাত্রী ছিলেন। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। আগুনে পুরোপুরি পুড়ে গেছে বাসটি।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে দক্ষিণ বামরাইল বাসস্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে। গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা বিপুল হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
বিপুল হোসেন বলেন, আজ সকালে ঢাকা থেকে সকালে ২৩ যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আছে গ্রিন লাইন পরিবহনের বাসটি। পথে তিন যাত্রী নেমে যান। পরে চলন্ত বাসে যাত্রীরা পোড়া গন্ধের কথা জানান চালক, সহকারী ও সুপারভাইজারকে। তবে তাঁরা গন্ধের উৎস খুঁজে না পেয়ে বাস চালিয়ে যেতে থাকেন। পরে মহাসড়কের দক্ষিণ বামরাইল এলাকায় পৌঁছালে বাসটির পেছনে ইঞ্জিনের অংশে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে যাওয়ার আগেই চালক-সহকারী ও সুপারভাইজারসহ যাত্রীরা নেমে যাওয়ার কারণে হতাহতের ঘটনা ঘটেনি।
বিপুল হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণ করে। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে, এসি থেকেই আগুনের সূত্রপাত।