সর্বশেষ আপডেট : ৪৬ মিনিট ২২ সেকেন্ড আগে
বুধবার, ১২ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

কার্ডিফে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রবাস ডেস্ক ::

বৃটেনের কার্ডিফে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ওয়েলস রিজিওনের উদ্যোগে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গত ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) কার্ডিফের সিরিয়ানা রেস্টুরেন্টে এক ডিনার পার্টি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাউথ ওয়েলস রিজিওনাল কনভেনার মুজিবুর রহমান মুজিব। সদস্য সচিব রকিবুর রহমান ও অর্থ সচিব এ বি রুনেল-এর যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনার কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট কমিউনিটির সাবেক চেয়ারপার্সন আলহাজ্ব লিয়াকত আলী, সাবেক সাধারণ সম্পাদক শাহ শাফি কাদির, সাবেক সহ-সভাপতি আব্দুর রউফ তালুকদারসহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ। সভায় আগামী ১০ মার্চ (সোমবার) সংগঠনের পক্ষ থেকে একটি ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে, প্রচণ্ড শীত উপেক্ষা করে কার্ডিফের ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ মনুমেন্টে (শহীদ মিনারে) ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দ। প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান ভাষা শহীদদের স্মরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে পরিবেশিত হয় “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গান। এরপর আলোচনা সভায় বক্তারা বলেন, ভাষা আন্দোলনের এই দিনটি শুধু শোক ও বেদনার নয়, এটি সব ভাষার অধিকার প্রতিষ্ঠার এক আন্তর্জাতিক উৎসবের দিন।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনার সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর বলেন, “একুশ আমাদের অহংকার, আমাদের আত্মপরিচয়। এই পথ ধরেই আমরা পেয়েছি স্বাধীনতার প্রতীক লাল-সবুজের পতাকা।” তিনি বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের প্রচারণায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: