সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

ডেইলি সিলেট ডেস্ক ::

গণঅভ্যুত্থানের নায়কদের সামনে রেখে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’। ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের’ প্রতিশ্রুতি নিয়ে দলটির যাত্রা শুরু করেছে তরুণদের নেতৃত্বাধীন এই সংগঠন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে দলটির আত্মপ্রকাশ করা হয়। এই ঘোষণা দেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা।

গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির বর্তমান নেতৃত্বের বড় অংশ একত্র হয়ে ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’ গঠন করেছে।

নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিয়েছেন মো. নাহিদ ইসলাম, যিনি গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন। দলটির সদস্য সচিব হয়েছেন আখতার হোসেন।

এছাড়া, নাসীরুদ্দীন পাটওয়ারী – প্রধান সমন্বয়কারী, হাসনাত আবদুল্লাহ – দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সারজিস আলম – উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, আত্মপ্রকাশের অনুষ্ঠান ও গণসমাগম।
দুপুরের আগেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থক মানিক মিয়া অ্যাভিনিউতে সমবেত হন। নতুন দলের আত্মপ্রকাশ উপলক্ষে জাতীয় নাগরিক কমিটির ফেসবুক পেজে সবাইকে ‘ইতিহাসের সাক্ষী’ হওয়ার আহ্বান জানানো হয়।

জাতীয় সংসদ ভবনের সামনে তৈরি অস্থায়ী মঞ্চ সাজানো হয় আবু সাঈদের প্রসারিত হাত এবং জুলাই বিপ্লবের প্রতিচিত্র দিয়ে। অনুষ্ঠানে ৩৬টি রাজনৈতিক দলের প্রতিনিধি এবং ৫১টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়, যাদের জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছিল।

নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’ তরুণদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক পরিবর্তনের আশ্বাস দিয়ে তাদের কার্যক্রম শুরু করলো।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: