cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
স্টাফ রিপোর্টার ::
সিলেট বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী বলেছেন, “লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ তারুণ্যের শক্তিতে এগিয়ে যাবে। তোমরাই নতুন বাংলাদেশকে গড়ে তুলবে।”
তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব উল্লেখ করে বলেন, “ক্রীড়া শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, এটি ব্যক্তিত্ব ও নৈতিকতার বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিযোগিতামূলক ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে পারে।”
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উপ-আঞ্চলিক পরিষদ, সিলেটের আয়োজনে আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপ-পরিচালক এ.কে.এম আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর নূর-এ-আলম।
স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সিলেট সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষিকা কোহেলী রানী দে এবং সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ফৌজিয়া আক্তার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান, সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, সিলেট বিভাগীয় কমিশনারের একান্ত সচিব গালীব চৌধুরী, সিলেট জেলা ক্রীড়া অফিসার মো. নূর হোসেন, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আভা রানী দেব, দি এইডেড হাই স্কুলের প্রধান শিক্ষক মো. শমশের আলী, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কবির খানসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও কর্মকর্তারা।
বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। প্রতিযোগিতায় ব্যাডমিন্টন একক ও দ্বৈত (ছাত্র-ছাত্রী), ক্রিকেট (ছাত্র-ছাত্রী) এবং ভলিবল (ছাত্র-ছাত্রী) ইভেন্ট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি দল অতিথিদের গার্ড অব অনার প্রদান করে এবং সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গার্লস গাইড শিক্ষার্থীরা ব্যাজ পরিয়ে ও ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেয়।