সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ওসমানী হাসপাতালে দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার ::

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত দুদক সিলেট কার্যালয়ের উপ-পরিচালক রাফী মো. নাজমুস সাদাতের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে দুদক অনুসন্ধান দল হাসপাতালের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করে এবং বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করে। অনুসন্ধানে উঠে আসে যে, ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে ১৬ জন নার্সিং স্টাফ কর্মস্থলে অনুপস্থিত থেকেও সরকারি বেতন গ্রহণ করেছেন। এ বিষয়ে দুদকের অনুসন্ধানে আরও জানা যায় যে, সংশ্লিষ্ট একটি চক্র এই অনিয়মের সাথে জড়িত।

দুদক সিলেট কার্যালয়ের উপ-পরিচালক গণমাধ্যমকে জানান, এই অনিয়মের মাধ্যমে প্রায় ২০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে। বিষয়টি অধিকতর তদন্তের জন্য প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এদিকে, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের নজরে আসার পর সম্প্রতি এ বিষয়ে একটি নোটিশ জারি করা হয়, যেখানে সংশ্লিষ্টদের বেতন-ভাতা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ওমর রাশেদ মুনীর জানান, দুদকের তদন্ত দলের সাথে হাসপাতাল কর্তৃপক্ষ সর্বাত্মক সহযোগিতা করেছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: