cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
স্টাফ রিপোর্টার ::
সিলেটের মোগলাবাজার থানাধীন কুচাই এলাকায় এক যাত্রীর কাছ থেকে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত সিএনজি চালিত অটোরিক্সা ও ছিনতাইকৃত মোবাইল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি আনুমানিক রাত সাড়ে ৯টায় ছাদিক মিয়া নামে এক ব্যক্তি সিএনজিযোগে মোগলাবাজার থানাধীন কুশিঘাট থেকে নিজ বাড়ি শিংপুর যাচ্ছিলেন। রাত ৯:৪৫ মিনিটে কুচাই মাদ্রাসার সামনে পৌঁছালে সিএনজিতে থাকা ছিনতাইকারীরা তাকে ভয়ভীতি দেখিয়ে তার কাছে থাকা স্যামসাং গ্যালাক্সি এ১২ মডেলের স্মার্টফোন ছিনিয়ে নেয় এবং তাকে সিএনজি থেকে নামিয়ে দেয়।
ঘটনার পরপরই সংবাদ পেয়ে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এসআই জিতেন চন্দ্র দাস ও পুলিশের একটি দল কুচাই আবাসিক এলাকায় অভিযান চালায়। স্থানীয়দের সহায়তায় ছিনতাইকাজে ব্যবহৃত সিএনজি (রেজি: মৌলভীবাজার-থ ১১-২২৭৬) উদ্ধার করা হয়।
পরবর্তী সময়ে, ৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকায় অভিযান চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় ঘটনার সাথে জড়িত মো. রাসেল আহমদ (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও গ্রামের বাসিন্দা, তবে বর্তমানে দক্ষিণ সুরমার বলদি এলাকায় ভাড়া থাকেন।
পুলিশ তার কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার করেছে এবং তার বিরুদ্ধে মোগলাবাজার থানায় ৩৯২ ধারায় মামলা (নং-০২/১৫, তারিখ- ০৪/০২/২০২৫) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানালেন এসএমপি এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।