সর্বশেষ আপডেট : ৫০ মিনিট ১৪ সেকেন্ড আগে
শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

প্রধান উপদেষ্টার কাছে বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর

ডেইলি সিলেট ডেস্ক ::

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বিচারবিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে।

আজ (৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই প্রতিবেদন হস্তান্তর করেন বিচারবিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী।

সংস্কার কমিশনের প্রতিবেদনে কী সুপারিশ রয়েছে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে জনপ্রশাসন সংস্কার বিষয়ে শতাধিক সুপারিশ থাকতে পারে বলে আগেই জানা গিয়েছিল।

উল্লেখ্য, গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করে। এর মধ্যে গত ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও সংবিধান সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়।

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী গতকাল সচিবালয়ে সাংবাদিকদের জানান, “প্রতিবেদন তৈরির জন্য আমরা মাঠপর্যায়ে কাজ করেছি, জনগণের মতামত গ্রহণ করেছি এবং বিভিন্ন জেলা-উপজেলায় পরিদর্শন করেছি। এতে ১০০টির বেশি সুপারিশ রয়েছে, তবে বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে।”

সরকার গত ৩ অক্টোবর ৮ সদস্যের জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে, যা পরে ১১ সদস্যে উন্নীত করা হয়। কমিশনকে তিন মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও সময়সীমা তিন দফা বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়। তবে নির্ধারিত সময়ের আগেই আজ প্রতিবেদন জমা দেওয়া হলো।

অন্যদিকে, বিচার বিভাগকে আরও স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর করার লক্ষ্যে ৩ অক্টোবর অন্তর্বর্তী সরকারের অনুমোদনে বিচারবিভাগ সংস্কার কমিশন গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: