সর্বশেষ আপডেট : ১৮ ঘন্টা আগে
শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

রাজনীতি থেকে সরে গিয়ে ব্যবসায় মনোযোগী হতে চান নজরুল ইসলাম বাবুল

স্টাফ রিপোর্টার ::

সিলেটের পরিচিত ব্যবসায়ী ও সমাজসেবক নজরুল ইসলাম বাবুল জানিয়েছেন, তিনি বর্তমানে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নন এবং ভবিষ্যতেও রাজনীতিতে জড়ানোর ইচ্ছা তার নেই। সোমবার (২৭ জানুয়ারি) সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ফিজা এন্ড কোম্পানির স্বত্বাধিকারী ও একাত্তরের কথা পত্রিকার প্রকাশক নজরুল ইসলাম বাবুল বলেন, ২০২৪ সালের আগস্টে তিনি জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নেন।

সংবাদ সম্মেলনে বাবুল উল্লেখ করেন, সাগরদিঘীরপারের একটি জায়গা দখলের চেষ্টায় তার নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। তিনি দাবি করেন, উল্টো জায়গাটি অবৈধ দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছেন তিনি। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি গোষ্ঠী ওই জায়গাটি দখল করে নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছিল। সাগরদিঘীরপার এলাকার শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় জায়গাটিতে একটি পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানান।

নজরুল ইসলাম বাবুল আরও বলেন, ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তাকে ডামি প্রার্থী হিসেবে অংশ নেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয়েছিল। এমনকি অতীতে সিটি কর্পোরেশন নির্বাচনে সরকারি সংস্থার চাপে মেয়র প্রার্থী হিসেবে অংশ নিতে বাধ্য হয়েছিলেন বলেও তিনি দাবি করেন ।

এখন শুধুমাত্র ব্যবসা এবং পত্রিকা নিয়ে থাকতে চান নজরুল ইসলাম বাবুল এবং রাজনীতি থেকে পুরোপুরি দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলেও সংবাদ সম্মেলনে অভিমত ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: