সর্বশেষ আপডেট : ৩৬ মিনিট ১৬ সেকেন্ড আগে
শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

বিশিষ্ট আলেম ইসহাক আল মাদানী ইন্তেকাল করেছেন

স্টাফ রিপোর্টার ::

বিশিষ্ট আলেম, শায়খুল হাদিস ও ইসলামী শিক্ষার নক্ষত্র ইসহাক আল মাদানী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (২০ জানুয়ারি) সকালে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রবিবার রাতে প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ইসহাক আল মাদানীর ইন্তেকালে শোক জানিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘হাজারো আলিমের উস্তাজ, শায়খুল হাদিস, সিলেট অঞ্চলের ইলমি নক্ষত্র ‘‘শায়খ ইসহাক আল মাদানি’’ দুনিয়ার সফরের ইতি টেনেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউসের মেহমান করে নিন।’

ইসহাক আল মাদানী ছিলেন একজন প্রাজ্ঞ আলেম ও আন্তর্জাতিক মানের ইসলামী গবেষক। ১৯৭৮ সালে তিনি মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেয়ে উচ্চশিক্ষা অর্জন করেন। ১৯৮৩ সালে আরবি ভাষা ও সাহিত্য অনুষদে স্বর্ণপদক অর্জন করেন, যা একটি বিরল সম্মান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করে তিনি বিশেষ সম্মানে ভূষিত হন।

সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামি স্কলার হিসেবে তিনি প্রায় ৩৭ বছর (১৯৮৩-২০২০) বাংলাদেশ প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার শায়খুল হাদিস হিসেবে কাজ করেছেন এবং অগণিত আলেম তৈরি করেছেন।

দারুল উলুম দেওবন্দ থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জনকারী ইসহাক আল মাদানীকে ২০০৯ সালে প্রকাশিত মুফতি মাযহারুল ইসলাম ওসমান কাসেমীর গবেষণা গ্রন্থে অন্যতম শীর্ষ আলেম হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁর নাম ইসলামের ইতিহাসে উজ্জ্বল ব্যক্তিত্ব ইমাম আবু হানীফা (রঃ), শাহ ওয়ালী উল্লাহ দেহলভী (রঃ) প্রমুখের সঙ্গে সংযুক্ত হয়েছে।

ইসহাক আল মাদানীর ইন্তেকালে সিলেটসহ পুরো দেশে শোকের ছায়া নেমে এসেছে। ইসলামী শিক্ষায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশ-বিদেশে তাঁর অসংখ্য ছাত্র ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছেন।

আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: