সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস

মতিয়ার চৌধুরী, লন্ডন:

যুক্তরাজ্যের সিটি মিনিস্টার এবং অর্থনীতিবিষয়ক মন্ত্রী (ইকোনমিক সেক্রেটারি) পদ থেকে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন ওয়াইকম্ব আসনের লেবার দলীয় এমপি ৪৭ বছর বয়সী এমা রেনল্ডস। মঙ্গলবার (১৫ জানুয়ারি) ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন টিউলিপ সিদ্দিক।

প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার টিউলিপের পদত্যাগপত্র গ্রহণ করে তার পক্ষে একটি বিবৃতি দিয়েছেন। এতে টিউলিপের অবদানের প্রশংসা করে তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়। একই দিনে নতুন সিটি মিনিস্টার হিসেবে এমা রেনল্ডসের নাম ঘোষণা করা হয়।

টিউলিপ সিদ্দিক ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান ক্ষমতাচ্যুত নেতা শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার কন্যা। যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে তিনি দেশের আর্থিক খাতে দুর্নীতি দমনসহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং শেখ হাসিনার সাথে তার সম্পর্ক নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েন তিনি। বিশেষত, দুর্নীতির একাধিক অভিযোগে বাংলাদেশে তদন্ত শুরু হলে, টিউলিপের পদত্যাগের দাবিও জোরালো হয়।

টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হওয়া এমা রেনল্ডস দীর্ঘদিন ধরে লেবার পার্টির সক্রিয় রাজনীতিতে আছেন। ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি মধ্য ইংল্যান্ডের বিভিন্ন আসনে এমপি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের নির্বাচনে সাউথ ইংল্যান্ডের ওয়াইকম্ব আসন থেকে এমপি নির্বাচিত হয়ে লেবার পার্টির সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শুরু করেন।

নতুন অর্থনীতিবিষয়ক মন্ত্রী হিসেবে এমা রেনল্ডসের নিয়োগ যুক্তরাজ্য সরকারের জন্য একটি নতুন দিক উন্মোচনের আশা জাগিয়েছে। লেবার পার্টির প্রতিনিধিত্বকারী এই নেতা আগামীতেও দলীয় আদর্শ বজায় রেখে কাজ করবেন বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: