সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

শাহজালাল বিমানবন্দরে প্রবাসীকে পিটিয়ে রক্তাক্ত : নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ

প্রবাস ডেস্ক ::

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নরওয়ে প্রবাসী সাঈদ উদ্দিনকে পিটিয়ে রক্তাক্ত করেছে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা। শুধু তাই নয়, ওই প্রবাসীকে ৫ হাজার টাকাও জরিমানা করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৮ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাত সোয়া ৯টার দিকে প্রবাসী সাঈদ উদ্দিন ২ নম্বর ক্যানোপি গেট দিয়ে বের হওয়ার সময় এভসেক সদস্যদের একজনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে তিনি ওই নিরাপত্তাকর্মীকে ধাক্কা দেন বলে অভিযোগ করা হয়। এরপর এভসেক ও আনসার সদস্যরা তাকে কনকর্স হলে নিয়ে গিয়ে সাত-আট জন মিলে মারধর করেন। এতে তার মাথা ও মুখ ফেটে রক্তাক্ত হয়ে যায়।

মারধরের পর তাকে বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয় এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়। গভীর রাতে তাকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনাটি চেপে যাওয়ার চেষ্টা করলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে রক্তমাখা শরীর ও কিছু কথোপকথনের ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে সাঈদকে বলতে শোনা যায়, “আপনারা পাঁচ-ছয় জন ধরে আমাকে মারছেন।” অন্যদিকে, এভসেক সদস্যদের একজন বলেন, “আমাকে ধাক্কা দিলেন। আমি কি সাধারণ মানুষ? আমার ইউনিফর্ম আছে।” সাঈদ এ বিষয়ে বলেন, “আমি (ধাক্কা) দেইনি।”

ভিডিও ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনেকে বিমানবন্দরে প্রবাসীদের এমন অপমানজনক পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়েছেন।

বিমানবন্দরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “একজন প্রবাসী দেশের জন্য অর্থ পাঠিয়ে ফিরে এসে এভাবে অপমানিত হলে এর চেয়ে লজ্জার কিছু হতে পারে না। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমন ঘটনা সত্যিই নজিরবিহীন।”

এ বিষয়ে জানতে চাইলে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম লিখিত বক্তব্য দেন। তবে তিনি মারধরের বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

বিমানবন্দরের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে এমন আচরণ নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: