সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করা হলে মহাদুর্যোগ নেমে আসতে পারে : গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ফ্যাসিস্টের পতন ও জুলাই বিপ্লবে শ্রমিকরাও গুরুত্বপূর্ণ অংশীদার। পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার এত বেশী অপরাধ করেছে যে তার বিচার এত দ্রুততম সময়ে সম্ভব নয়। অবৈধ ক্ষমতার মসনদকে কুক্ষিগত রাখতে হাসিনা সরকার পুরো রাষ্ট্র ব্যবস্থাকে ক্ষত-বিক্ষত করে দিয়েছে। রাষ্ট্রের এই সংস্কার শেষ করতে অনেক সময় লাগবে। ছাত্র-জনতার আন্দোলনের ফসল বর্তমান অন্তর্বর্তী সরকারের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। তাদের উচিত একটি অবাধ নির্বাচনের স্বার্থে গুরুত্বপূর্ণ ন্যুনতম সংস্কার শেষে নির্বাচন আয়োজন করা। সরকারের পক্ষ থেকে নির্বাচনের একটা সময় ঘোষণাকে আমরা স্বাগত জানাই। তবে এই সরকারকে ব্যর্থ করে দেয়ার ষড়যন্ত্র জাতি মেনে নিবেনা। আবু সাঈদ-মুগ্ধরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশ ফ্যাসিবাদমুক্ত করেছে ও অন্তর্বর্তী সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। এই সরকারকে ভেবে চিন্তে পদক্ষেপ নিতে হবে। ফ্যাসিবাদের দোসরদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। দেশ জাতির বৃহত্তর সার্থে অন্তর্বর্তী সরকারের পাশে থাকতে হবে। ভুলে গেলে চলবেনা অন্তর্বর্তী সরকারকে যদি ব্যর্থ করা হয় তাহলে জাতির কপালে দুর্যোগ না মহাদুর্যোগ নেমে আসতে পারে।
তিনি শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি এর পেছনে ছাত্র-জনতার পাশাপাশি শ্রমিকরাও রক্ত দিয়েছে। বিগত ১৬টি বছর স্বৈরাচারী হাসিনা সরকার আমাদের উপর সীমাহীন নির্যাতন-নিপীড়ন চালিয়েছে। তাদের নির্মমতা থেকে শ্রমিক সমাজও মুক্তি পায়নি। বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে দেশের সকল সেক্টরে শ্রমিক কল্যাণ ফেডারশনের কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। শ্রমিকদেরকে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের আন্দোলনে শামিল করতে হবে। শ্রমিক আন্দোলনকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে নিরলসভাবে কাজ করতে হবে। সকল ট্রেড ইউনিয়নকে সক্রিয় করতে হবে। বৃহত্তর সিলেট অঞ্চলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মতৎপরতা প্রশংসনীয়। আজকের সম্মেলনে গঠিত নতুন কমিটি শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যক্রমকে আরো সুসংগঠিত করবে বলে আমাদের বিশ^াস। যারা মানুষ খুন করে লাশ পুড়িয়ে দেয়, হেলিকপ্টার থেকে গুলি করে মুক্তিকামী জনতাকে হত্যা করে, লগি-বৈঠা দিয়ে মানুষ খুন করে লাশের উপর নৃত্য করে- এরা নিকৃষ্ট জাহিল, ফ্যাসিস্ট ও বর্বর। এদের রাজনীতিতে পুনর্বাসন করার ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে, নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ফেডারেশনের সিলেট মহানগর প্রধান উপদেষ্টা জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মুহাম্মদ তসলিম, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান, সিলেট জেলা প্রধান উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান, জেলা উপদেষ্টা হাফিজ আনোয়ার হোসাইন, ফেডারেশনের ভারপ্রাপ্ত সিলেট অঞ্চল পরিচালক মাওলানা ফারুক আহমদ, মহানগর উপদেষ্টা ড. নুরুল ইসলাম বাবুল, জেলা উপদেষ্টা জয়নাল আবেদীন, মাওলানা লোকমান আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনে সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও সাবেক মহানগর সভাপতি মোঃ শাহজাহান আলী, মহানগর উপদেষ্টা জাহেদুর রহমান চৌধুরী, এডভোকেট আব্দুর রব, সিলেট জেলা শ্রমিক কল্যাণের সভাপতি ফখরুল ইসলাম খান, হবিগঞ্জ জেলা সভাপতি আব্দুর রউফ বাহার, সিলেট মহানগরের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল ও সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক লুৎফুর রহমান দুলাল।
সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারশেন সিলেট মহানগরের নতুন কমিটি ঘোষণা করা হয়। ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, সহ-সভাপতি মিয়া মোঃ রাসেল, এস এম মনোয়ার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সহ-সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আলমগীর, আক্কাস আলী, নজরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক (মহিলা) রহিমুন্নেছা, সাংগঠনিক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মোঃ সোহেল আহমদ হাওলাদার, কোষাধ্যক্ষ আব্দুল জলিল নির্বাচিত হন।
সম্মেলনের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী আবুল হাসনাত বেলাল। ইসলামী সংগীত পরিবেশন করেন দিশারী শিল্পী গোষ্ঠীর হোসাইন শাহরিয়ার রাজী ও অলিউর রহমান। সম্মেলনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ফেডারেশনের কন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মুহাম্মদ তসলিম। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

 

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: