সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

কাতালান ডার্বিতে বার্সার সহজ জয়

ডেইলি সিলেট ডেস্ক ::

স্প্যানিশ লা লিগার শীর্ষ দল বার্সেলোনা লা লিগায় তাদের অপ্রতিরোধ্য যাত্রা অব্যাহত রেখেছে। দুর্দান্ত ফর্মে থাকা বার্সেলোনা রোববার (০৩ নভেম্বর) কাতালান ডার্বিতে এস্পানিয়োলকে ৩-১ গোলে পরাজিত করেছে। দানি ওলমোর প্রথমার্ধের দুই গোল এবং রাফিনিয়ার আরেকটি গোলের সুবাদে এই জয় বার্সেলোনার স্থানীয় প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে টানা ২৭ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ডটি অক্ষুন্ন রাখল।

এর আগের সপ্তাহেই বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত করে। এবারও তারা সহজেই আরেকটি ক্লিন শিট অর্জন করতে পারতো, তবে এস্পানিয়োলের জাভি পুয়াডো একটি সান্ত্বনাসূচক গোল করেন। এস্পানিয়োল দুটি গোল করলেও সেগুলো ভিএআরের মাধ্যমে অফসাইডের কারণে বাতিল করা হয়।

ঘরের মাঠে বার্সেলোনা শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ধরে রাখে। প্রথমদিকে ওলমোর একটি হেড গোলপোস্টের উপর দিয়ে যায়, যা এস্পানিয়োলের জন্য কিছুটা স্বস্তি আনে। কিন্তু কিছুক্ষণ পরই ১৭ বছর বয়সী লামিন ইয়ামাল অসাধারণ পাসে ওলমোকে গোলের সুযোগ করে দেন, এবং ওলমো প্রথমেই সেটি নিঁখুত ফিনিশিং দেন।

বার্সেলোনার দ্বিতীয় গোলটি আসে মার্ক কাসাদোর কাছ থেকে, যিনি মাঝমাঠ থেকে একটি সুন্দর লব পাসে রাফিনিয়াকে পেয়ে যান, আর রাফিনিয়া সেই বলটিকে দারুণভাবে গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে পাঠান।

এস্পানিয়োলের জোফ্রে ক্যারারাস একটি গোল করলেও তা ভিএআরের মাধ্যমে বাতিল হয়। কিছুক্ষণ পরই ওলমো দ্বিতীয় গোলটি করেন যখন তিনি অবাধে বল পেয়ে বাইরে থেকে শটে জালে বল পাঠান। এটি লা লিগায় তার পঞ্চম গোল।

দ্বিতীয়ার্ধে ওলমোকে মাঠ থেকে তুলে নেওয়ার পর বার্সেলোনার আক্রমণ কিছুটা কমে আসে, যদিও তারা নিজেদের তিন পয়েন্ট নিশ্চিত করতে সক্ষম হয়।

এই জয়ের ফলে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের থেকে ৯ পয়েন্টে এগিয়ে গেল। রিয়াল মাদ্রিদের ম্যাচটি এই সপ্তাহে স্থগিত করা হয়েছিল ভ্যালেন্সিয়া অঞ্চলে ঘটে যাওয়া বন্যার কারণে। অন্যদিকে, এস্পানিয়োল ১৭তম স্থানে রয়েছে, রেলিগেশন জোনের মাত্র এক পয়েন্ট উপরে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: