সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সমতায় শেষ ম্যানইউ-চেলসির লড়াই

ডেইলি সিলেট ডেস্ক ::

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির মহারণ সমতায় শেষ হয়েছে। ওল্ড ট্র্যাফোর্ডে কঠিন লড়াইয়ের পর ১-১ গোলে সমতা থাকায় পয়েন্ট ভাগাভাগি করে নেয় দু’দল। ইউনাইটেড নতুন কোচ রুবেন আমোরিমের যোগদানের আগে এটি ছিল অন্তর্বর্তীকালীন কোচ রুড ভন নিস্টলরয়ের অধীনে দ্বিতীয় ম্যাচ।

রোববার (৩ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাগে ১০টায় শুরু হওয়া ম্যাচের ৭০তম মিনিটে ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন। চেলসির গোলকিপার রবার্ট সানচেজ ইউনাইটেডের ফরোয়ার্ড রাসমুস হোয়লুন্দকে ফাউল করায় পেনাল্টি দেওয়া হয়, যা থেকে ফার্নান্দেজ সফলভাবে গোল করেন। ফার্নান্দেজের গোলের পর ভ্যান নিস্টলরয় বেঞ্চে উচ্ছ্বাসে ফেটে পড়েন, তবে তাদের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি।

কেবল চার মিনিট পর চেলসির মিডফিল্ডার কাইসেডো বক্সের প্রান্ত থেকে নিখুঁত শটে ইউনাইটেড গোলকিপার আন্দ্রে ওনানাকে পরাস্ত করেন, যা চেলসির সমতাসূচক গোল হিসেবে ম্যাচে ফিরিয়ে আনে।

ভ্যান নিস্টলরয়ের অন্তর্বর্তীকালীন কোচিংয়ে ইউনাইটেড খেলোয়াড়দের মধ্যে উজ্জীবন লক্ষ্য করা গেলেও, আজকের ম্যাচের আক্রমণে সৃষ্টিশীলতার অভাব ছিল। রাশফোর্ড প্রথমার্ধে পোস্ট ও বারের সংযোগস্থলে একটি শট মেরে ইউনাইটেডের সম্ভাবনা তৈরি করলেও, দলটি আর উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি।

দ্বিতীয়ার্ধে হোয়লুন্দকে ফাউল করায় ইউনাইটেডের পেনাল্টি লাভ হলেও তিনি পুরো ম্যাচে তেমন কার্যকর ভূমিকা রাখতে পারেননি। এদিকে, ইউনাইটেডের আর্জেন্টাইন তরুণ গারনাচোও কয়েকটি সুযোগ মিস করেন, বিশেষ করে দ্বিতীয়ার্ধে ফার্নান্দেজের পাস থেকে সরাসরি সানচেজের হাতে শট মেরে সহজ গোলের সুযোগ নষ্ট করেন।

এদিকে সল্প সময়ের জন্য হলেও ইউনাইটেডের কোচ হিসেবে ভ্যান নিস্টলরয় নিজের সময় উপভোগ করছেন এবং তার আবেগী উদযাপনটি ওল্ড ট্র্যাফোর্ডের দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। ফার্নান্দেজের গোলের পর তার উদ্দীপ্ত দৌড়ানো ও সমর্থকদের উদ্দেশে মুষ্টি উঁচিয়ে উদযাপন ছিল দেখার মতো, যা বরখাস্তকৃত কোচ এরিক টেন হাগের শান্ত-সংযত উপস্থিতির চেয়ে আলাদা।

ইউনাইটেড দ্রুত লিড হারানোর জন্য হতাশ হলেও, নতুন কোচ আমোরিমের অধীনে পুনর্গঠনের অপেক্ষায় রয়েছে। আন্তর্জাতিক বিরতির পর আমোরিম দায়িত্ব নেবেন, যা ইউনাইটেডের জন্য নতুন যুগের সূচনা আনবে বলে আশাবাদী রেড ডেভিলরা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: