সর্বশেষ আপডেট : ৩৩ মিনিট ৩৫ সেকেন্ড আগে
বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

কয়ছর এম আহমদের হাত ধরেই সুনামগঞ্জ-৩ আসন পূণরুদ্বার হবে : খন্দকার মুক্তাদির

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, কয়ছর এম আহমদ যুক্তরাজ্যের মাটিতে সিলেট বিভাগের আলোকিত সন্তান। জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মানুষ সৌভাগ্যবান তার কয়ছরের মতো সাহসী নেতা পেয়েছেন। কয়ছর এম আহমদের হাত ধরেই সুনামগঞ্জ-৩ আসন পুনরুদ্ধার হবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন- কয়ছর এম আহমদ একজন উদীয়মান তরুণ নেতা উনার দলের প্রতি এবং দলের নেতৃত্বের প্রতি যে কমিটমেন্ট তা সকলের জন্য উদাহরণ হয়ে থাকবে। তিনি কয়ছর এম আহমদ এর সফলতা কামনা করেন।

শুক্রবার রাতে নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে ‘জগন্নাথপুর ও শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম সিলেট‘-এর উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, যুক্তরাজ্য বিএনপির ৩ বারের সাধারন সম্পাদক কয়ছর এম আহমদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ফোরামের আহবায়ক ও সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলালের সভাপতিত্বে এবং ফোরামের সদস্য সচিব ও সিলেট মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপনের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

সংবর্ধিত অতিথির বক্তব্যে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেন- আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন তার প্রতিদান দেয়া ভাষা আমার নেই। শুধু এটুকুই বলতে পারি জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও সুনামগঞ্জ-৩ আসনের জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবো। আপনারা আমার জন্য দোয়া করবেন অতীতের ন্যায় আগামীতেও দলের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে পারি ও দেশের জন্য কাজ করতে পারি সর্বোপরি আমার এলাকার জনগণের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করতে পারি।

প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন কয়ছর এম আহমদ সহ যুক্তরাজ্য বিএনপির সকল নেতৃবৃন্দ বহির্বিশ্বে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে জনমত গঠন করেন তা স্বৈরাচারী শেখ হাসিনার পতন কে ত্বরান্বিত করে তিনি কয়ছর এম আহমদ এর উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সিলেট জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক নজরুল ইসলাম বাসন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি আনছার উদ্দিন, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি বালাগন্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম রব্বানী, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান পাটওয়ারী রিপন, সিদ্দিকুর রহমান পাপলু, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক, সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক সুজাতুর রেজা চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির অর্থ সম্পাদক সালেহ গজনবী, ইষ্ট লন্ডন বিএনপির সাবেক সভাপতি সিলেট জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ফখরুল ইসলাম বাদল, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, মহানগর বিএনপি নেতা শুয়াইব আহমদ সুয়েব, নাদির খান, মুরাদ আহমদ, তারেক আহমদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুকিত, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এডভোকেট জামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, সিলেট মহানগর যুবদলের সহ সভাপতি ফোরামের অন্যতম সদস্য সোহেল মাহমুদ, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল হাসিম ডালিম, সুনামগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি শান্তিগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক সুহেল মিয়া, যুক্তরাষ্ট্রের মিশিগান বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম তুহিন, মৃত্যূন্জয়ী ছাত্রনেতা আব্দুস সালাম টিপু, সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি ফোরামের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শিহাব খান, শান্তিগন্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিলানী মিয়া, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সদস্য সচিব ও ফোরামের সাবেক সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম আলাল, মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ফোরামের সদস্য রুবেল আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক ফোরামের সদস্য ভুলন কান্তি তালুকদার, মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ফোরামের সদস্য জুনায়েদ আহমেদ জুনেদ, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফোরামের সদস্য টি এম ফখরুল ইসলাম, এম সি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফোরামের সদস্য রাজিব হোসাইন, মহানগর ছাত্রদলের সহ সমবায় বিষয়ক সম্পাদক ফোরামের সদস্য সোহাগ ভুঁইয়া প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফোরামের সদস্য ৭নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন সুমন। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: