সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ খ্রীষ্টাব্দ | ৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

পিকআপে গাঁজা পাচারকালে দুই কারবারি গ্রেফতার

ডেইলি সিলেট ডেস্ক ::

হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি সড়কে পিকআপে গাঁজা পাচারকালে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ । এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

বুধবার (২৩ অক্টোবর) সকালে সাতছড়ি সড়কের আমতলী আদর্শ বাজারে জনৈক সুমন মিয়ার দোকানের সামনে চেকপোস্ট অভিযান থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

আসামীরা হলেন, উপজেলার দক্ষিন দেওরগাছ গ্রামের মৃত ইদ্রিছ আলীর পুত্র আব্দুল মতিন (৪০), গ্রামের মৃত ছিদ্দিক আলীর ছেলে মো: কাউছার মিয়া (৩১) তাদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিকেলে আদালতে সোপর্দ করা হয়।

এরআগে সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক লিটন রায় সহ একদল পুলিশ সাতছড়ি সড়কের আমতলী আদর্শ বাজারে জনৈক সুমন মিয়ার দোকানের সামনে চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে গাড়ি-সহ চালককে গ্রেফতার করেন। ওই সময় পিকআপ গাড়িটি চেকিং পয়েন্টে থামিয়ে তল্লাশি করে অভিনব কায়দায় লুকায়িত গাড়ির সিটের নীচ থেকে উদ্ধার হয় ২০ কেজি গাঁজা বর্তসান বাজার মূল্য ২ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গাড়ী তল্লাশি করাকালের একপর্যায়ে সকাল ৭ টার দিকে ১টি ডিআই পিকআপ সাতছড়ি সড়কের আমতলী আদর্শ বাজারে চেকপোস্টে রাস্তায় বেরিকেড দিলে ২ জন ব্যক্তি পালানোর প্রস্তূতিকালে তাদেরকে হাতেনাতে আটক করা হয়। সে সময় গাড়ীটি তল্লাশী করে তাদের দেখানো মতে গাড়ীর চালকের পিছনের সিটের ভিতর থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তারা চুনারুঘাট সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা এনে দেশের বিভিন্ন জেলায় বিক্রির কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আসামিরা। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে এধরণের অভিযান অব্যাহত আছে বলেও ওসি জানান।

গোপন সূত্র বলছে, পুজো মিটতেই চুনারুঘাট সীমান্তে ফের সক্রিয় হয়ে উঠেছে মাদকচক্র। সীমান্তের চিমটিবিল, গুইবিল, সাতছড়ি সহ বেশ কয়েকটি স্থান দিয়ে ঢুকছে প্রচুর গাঁজার চালান। গত এক সপ্তাহ র‌্যাব ,বিজিবি পুলিশের হাতে প্রায় দুইমণ গাঁজা সহ ৬ কারবারি গ্রেফতার করা হয়।এরপরও থামছেনা গাজাপাচার, আইনশৃঙ্খলা বাহিনীর চোখে ফাকি দিয়ে পাচার হচ্ছে গাজা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: