সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ঘুরে দাঁড়াতে একাদশে যে পরিবর্তন আনল বাংলাদেশ

ডেইলি সিলেট ডেস্ক ::

চেন্নাই টেস্টে হেরে যাওয়ায় বাংলাদেশের জন্য দ্বিতীয় ও শেষ টেস্টটি পরিণত হয়েছে সিরিজ হার এড়ানোর। এমন টেস্টে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ঘুরে দাঁড়াতে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ভারত অবশ্য চেন্নাই টেস্টের একাদশেই আস্থা রেখেছে।

কানপুরের কন্ডিশন বিবেচনায় নিয়ে দুই পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদের পরিবর্তে সুযোগ পেয়েছেন খালেদ আহমেদ ও তাইজুল ইসলাম। অর্থাৎ একজন পেসার কমিয়ে স্পিনে জোর দিয়েছে বাংলাদেশ। অর্থাৎ ২ পেসার ও তিন স্পিনার দিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে বাংলাদেশ। অন্যদিকে ভারতের একাদশ সাজানো হয়েছে তিন পেসার ও দুই স্পিনারে।

এর আগে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে হেরেছে বাংলাদেশ। চেন্নাইয়ে হওয়া সেই টেস্টে ২৮০ রানের বড় জয় পায় ভারত। ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন রবিচন্দ্রন অশ্বিন। এই ম্যাচটি তাই বাংলাদেশের জন্য ঘুরে দাঁড়ানোর।

কানপুরের গ্রিন পার্কে এদিন বাংলাদেশ সময় সকাল ১০টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও ভেজা আউটফিল্ডের কারণে সম্ভব হয়নি। পরে টস পিছিয়ে সাড়ে ১০টায় হয়। এখন ১১ টায় শুরু হবে ম্যাচ। যেখানে শুরুতে ব্যাট করবে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ।

ভারতের একাদশ: যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, ঋশভ পান্ত, লোকেশ রাহুল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, আকাশ দীপ, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: