cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডেইলি সিলেট ডেস্ক ::
বলিউড তারকাদের বেশিরভাগ সন্তানেরা সাধারণত বাবা-মায়ের মতোই পর্দার সামনেই কাজ করতে চান। তবে এ ক্ষেত্রে ভিন্নতা দেখা যায় শাহরুখপুত্র আরিয়ান খানকে। ক্যামেরার পেছনে কাজ করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন এই স্টারকিড।
শাহরুখপুত্র নির্মাতা হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে চান। সেভাবেই নিজেকে তৈরি করছেন তিনি। পরিকল্পনা অনুযায়ী, পরিচালনার কাজ শুরু করেছেন আরিয়ান। ইতোমধ্যে বিজ্ঞাপনও নির্মাণ করেছেন শাহরুখপুত্র। এবার ওয়েব সিরিজ নির্মাণ করছেন তিনি। সিরিজটির নাম ‘স্টারডম’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মোনা সিং। আর শাহরুখপুত্রের ওয়েব সিরিজে ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে। রয়েছেন শাহরুখ নিজেও।
ভারতীয় গণমাধ্যম নিউজ১৮-কে ঘনিষ্ঠ একটি সূত্র বলেন, আরিয়ানের ওয়েব সিরিজের একটি এপিসোডে দেখা যাবে সালমানকে। এরই মধ্যে নিজের অংশের শুটিং শেষ করেছেন সালমান। তাকে ক্যামিও চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেয়ার সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান তিনি।
সূত্রটি আরও বলেন, ‘স্টারডম’-এ ক্যামিও চরিত্রে অভিনয়ের জন্য যখন সালমানকে প্রস্তাব দেয়া হয়, তখন দ্বিতীয় কোনো শব্দ উচ্চারণ করেননি তিনি। শাহরুখ ও তার পরিবারের সঙ্গে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক সালমানের। তাই আরিয়ানকে ‘হ্যাঁ’ বলতে খুব বেশি সময় ব্যয় করেননি তিনি।
প্রসঙ্গত, আরিয়ানের নির্মিতব্য ওয়েব সিরিজে ‘স্টারডম’-এ ক্যামিও চরিত্রে আরও দেখা যাবে একঝাঁক তারকাকে। এ তালিকায় রয়েছেন— রণবীর কাপুর, রণবীর সিং, করণ জোহর, ববি দেওল, বাদশাসহ আরও অনেকে।