সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সাম্প্রতিক বন্যা ও বহুবিধ সামাজিক সমস্যা নিরসনে বড়লেখায় সমন্বয় সভা অনুষ্ঠিত

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখা উপজেলাধীন সকল সামাজিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয় । সভায় দলমত নির্বিশেষে সামাজিক কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান আয়োজকরা।

গতকাল রোববার (২৫ আগস্ট) রাত ৮টায় পৌর হলরুমে আয়োজিত উক্ত সভায় দেশে সাম্প্রতিক বন্যা ও বহুবিধ সামাজিক কাজের মধ্যে সমন্বয় সাধনের লক্ষ্যে নানাবিধ করণীয় বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

পিসি হাই স্কুলের সাবেক শিক্ষক রিয়াজুল ইসলাম’র সভাপতিত্বে এবং সমাজসেবক জাবেদ আহমদ ও শিক্ষক নাজিম উদ্দীনের যৌথ সঞ্চালনায় নানা পেশাজীবী সংগঠনের তেৃবৃন্দের উপস্থিতে অনুষ্ঠিত সমন্বয় সভায় ৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ও ৭ সদস্য বিশিষ্ট সমন্বয় পরিষদ গঠন বিষয়ে সকলে একাত্মতা প্রকাশ করেন।

সভায় বড়লেখা সরকারি ডিগ্রী কলেজের ট্রেজারার রেজাউল ইসলাম মিন্টু, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু, মহাম্মদিয়া ফাজিল মাদ্রাসার ইংরেজী প্রভাষক তারেক আহমদ, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি খলিলুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ নিজেদের মতামত উপস্থাপন করেন।

এ সময় আলোচকরা সবার সমান অংশগ্রহণ নিশ্চিত করতে এবং মানবিক কাজ এগিয়ে নিতে আগামী শনিবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ৩ টায় বড়লেখা পৌর মিলনায়তনে পুনরায় সভা আহ্বান করেছেন।

সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ব্যবসায়ী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলের পক্ষ থেকে বানবাসি মানুষের পাশে দাঁড়াতে উপজেলাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: