সর্বশেষ আপডেট : ৪৪ মিনিট ৩০ সেকেন্ড আগে
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

বাংলাদেশের ঐতিহাসিক জয়ে তারকাদের উল্লাস

ডেইলি সিলেট ডেস্ক ::

পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ। দেশের রাজনৈতিক পরিস্থিতির চাপ নিয়ে খেলতে গিয়ে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জিতল বাংলাদেশ। সেটাও ১০ উইকেটের বিশাল ব্যবধানে। বাংলাদেশ দলের এমন ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে সবখানে। সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ তারকারাও মেতেছেন উচ্ছ্বাসে। জানিয়েছেন নিজেদের অনুভূতিও।

ঐতিহাসিক জয়ের পরপরই বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে মোবাইল ফোনে অভিনন্দন জানিয়েছেন ‘জ¦লে উঠো বাংলাদেশ’-এর টিম, অর্থাৎ গীতিকার রবিউল ইসলাম জীবন। এ সময় তার সঙ্গে ছিলেন কণ্ঠশিল্পী আরিফিন রুমি ও কাজী শুভ। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই গীতিকার দেশ রূপান্তরকে বলেন, ‘বিজয়ের পরপরই ক্যাপ্টেনকে শুভেচ্ছা জানিয়েছি এবং ‘জ¦লে উঠো বাংলাদেশ’ টিম এই সুন্দর মুহূর্তটা উদযাপন করেছি।’

রবিউল ইসলাম জীবন আরও বলেন, ‘পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে টেস্টে হারানো বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক বিজয়। দুই দশক আগে মুলতানে আমাদের নিশ্চিত জয় ছিল সেটা, কিন্তু পাকিস্তান আম্পায়ার এবং প্লেয়াররা ছলচাতুরী করে আমাদের হারানো হয়েছিল। ওই ম্যাচটা আমাদেরই জেতার কথা ছিল, আনফরচুনেটলি আমরা জিততে পারি নাই। অবশেষে এত বছর পর বাংলাদেশ জিতেছে। সত্যি কথা বলতে, একটা অবিশ্বাস্য এবং সত্যি অনেক আনন্দিত হওয়ার বিষয়। দেশে বন্যা না থাকলে দেশের এই জয়কে আমরা ভালোভাবে এনজয় করতাম। তারপর আমি মনে করি, আমাদের পুরো জাতি বন্যায় আক্রান্ত। এই বিজয়টা একটা ত্রাণের মতো উপহার। সবার প্রাণে একটা প্রাণের মতো আনন্দ জোগাবে।’

সেই সঙ্গে সাকিবের বিরুদ্ধে হত্যা মামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। তিনি আরও বললেন, ‘আমি মনে করে এটা একটা জঘন্য কাজ হয়েছে। কারণ এখন পর্যন্ত আমি বিশ্বাস করি বাংলাদেশের ইতিহাসের সব ক্ষেত্রে সব থেকে বড় তারকা সাকিব আল হাসান। তার একটা ভুল সিদ্ধান্ত ছিল হয়তোবা। তার নামে এমন একটা মামলা দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ব্যক্তি হিসেবে সে রাজনীতি করতেই পারে। আমি মনে করি, আমাদের সব থেকে বড় তারকাকে অপমান করলাম। আমি মনে করি, মামলাটা অন্তর্বর্তী সরকার দেখবে। দেখে দ্রুত নিষ্পত্তি করে সাকিব আল হাসানকে সম্মানের জায়গায় রাখবে। আমরা যদি সবচেয়ে বড় তারকাকে সম্মান জানাতে না পারি, আমাদের দেশে এ রকম তারকা তৈরি হবে না এবং ভবিষ্যতে এটা বাজে দৃষ্টান্ত হিসেবে থাকবে এবং আরও আরও এ রকম ঘটনা ঘটতে

থাকবে। আমি চাই সাকিবকে এটা থেকে মুক্তি দেওয়া হোক। কারণ সে খেলার মাঠেই সুন্দর। সে মাঠে খেলতে থাকুক, আরও আরও অর্জন আমাদের জন্য নিয়ে আসুক।’

একাধারে মডেল, অভিনেত্রী ও উপস্থাপক শ্রাবণ্য তৌহিদা। এর বাইরে তিনি একজন চিকিৎসকও। বাংলাদেশ দলের এই বিজয়ে তিনিও বেশ উচ্ছ্বসিত। এই জয় অবিশ্বাস্য জানিয়ে তিনি বলেন, ‘২১ বছর সময় লেগেছে পাকিস্তানের বিপক্ষে বিজয় পেতে, তাও আবার পাকিস্তানেরই মাটিতে। তাও আবার এত কিছুর মধ্যে। সত্যি এটা অবিশ্বাস্য। এই জয় আনন্দের, ভীষণ আনন্দ লাগছে। এই মুহূর্তটা পুরো বাংলাদেশের জন্য গর্বের।’ জয়ের উচ্ছ্বাসের পাশাপাশি তিনি দাবি জানিয়েছেন সাকিব আল হাসানের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারেরও। এ বিষয়ে তার ভাষ্য, ‘এই হত্যা মামলা হাস্যকর ও বানোয়াট। এটা উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক প্রতিহিংসার ফল এটা সবাই জানে। কিন্তু এটা একদমই উচিত হয়নি। ড. ইউনূসের পর যে মানুষটা বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করছে, তাকে এভাবে হেনস্তা না করাটাই ভালো। সত্যি বলতে, আমরা গুণীদের কদর করতে জানি না। অচিরেই এই মামলা উঠে যাবে বলে বিশ্বাস করি। এমনকি এ বিষয়ে প্রধান উপদেষ্টা কিংবা অন্য উপদেষ্টাদের হস্তক্ষেপ চাচ্ছি। কারণ এতে করে আসল অপরাধীরা অজুহাত পেয়ে পালিয়ে যাবেন।’

উচ্ছ্বাস প্রকাশ করে মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা নীল হুরেরজাহান বলেন, ‘আমি অনেক বেশি খুশি এবং গর্বিত। তবে সময়ের কারণে আনন্দটা বুঝতে পারছি না।’ সাকিবের প্রসঙ্গ টেনে বললেন, ‘সাকিবের বিষয়টা খুবই হতাশার। ব্যাপারটা এমন হয়েছে যে একজনের বিরুদ্ধে মার্ডার কেস দিয়েছে, অন্যদিকে সে খেলতেছে। বিশ্ব ইতিহাসে এটা বিরল। সে শুধুই একজন খেলোয়াড় না, বিশ্ব সেরা তারকা ক্রিকেটার। এটা করে বাংলাদেশের যে নতুন আশা, সেখানে অনেকে প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিচ্ছে। এটার দরকার ছিল না। সবকিছু মিলিয়ে একটা বিরক্তিকর উপলব্ধি হচ্ছে। বাংলাদেশে একটা অদ্ভুত উটের পিঠে চলতেছে। যদিও এটা নেতিবাচক অর্থ হয়, তবুও তাই হচ্ছে। আশা করব, এ বিষয়টার সুষ্ঠু সমাধান হবে।’

জয়ের আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করে চিত্রনায়ক সাইমন সাদিক বলেন, ‘তাদের বিপক্ষে প্রথম টেস্ট জয় অনেক ভালো লাগার এবং আরামের। ক্রিকেটে রেকর্ড ভেঙে নতুন রেকর্ড জন্ম দেওয়া ক্রিকেটারের নাম সাকিব আল হাসান। যিনি আমার দেশের খেলোয়াড়। আমাদের গর্বের ক্রিকেটার।’

আনন্দটা অভূতপূর্ব আনন্দের জানিয়ে নির্মাতা শাহরিয়ার পলক বলেন, ‘১০ উইকেটে জয়লাভ প্রমাণ করে যথেষ্ট মনোবল নিয়ে খেলেছেন টাইগাররা। দেশের ঘটে যাওয়া সার্বিক পরিস্থিতিতে মানুষের দৈনিক জীবনযাপন অনেকটাই ব্যাহত। বন্যা পরিস্থিতিতে সমগ্র দেশের মানুষ নানা আতঙ্ক ও দুশ্চিন্তায় সময় পার করছে যখন, ঠিক তখন টাইগারদের এমন একটি বিজয় কিছুটা হলেও স্বস্তির হাওয়া এনে দেয়। আগামীতে টাইগারদের এমন বিজয় দেশের মানুষকে পজিটিভভাবে অনুপ্রাণিত করবে।’

সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলার বিষয়ে তার মন্তব্য, প্রতিহিংসা কখনোই সুন্দর কিছু হতে পারে না! ‘প্রতিহিংসা নিয়ে দেশ গড়ব, ন্যায়ের পক্ষে লড়ব এই কথাগুলোর বাস্তবায়ন কতটা সম্ভব? বাংলাদেশের পোস্টার বয় তাকে বলা হয়, আর সেটা বিবেচনায় রেখে তার বিরুদ্ধে যদি ফৌজদারি মামলা হতেই হয়, তবে সেটা ঢালাওভাবে না হোক। সঠিক তদন্ত সাপেক্ষে যেটা তার প্রাপ্য, সেভাবে তাকে দোষী সাব্যস্ত করা যেতে পারে। বর্তমান অন্তর্বর্তী সরকার অবশ্যই যথেষ্টভাবে চেষ্টা করে যাচ্ছে দ্রুত সব বিষয়ে স্থিতিশীলতা তৈরি করতে আর সেটি সম্ভব হবে যদি তারা আরও বিচক্ষণতার প্রমাণ দিয়ে মামলাগুলো সঠিক তদন্ত সাপেক্ষে পরিচালিত করার নির্দেশ দেয়। বিগত সরকারের প্রতিহিংসার রাজনীতির অনুরূপ যেন না ঘটে, সেটাই একজন নাগরিক হিসেবে কাম্য!’

অভিনেত্রী প্রিয়ন্তী ঊর্বী বলেন, ‘নতুন করে দেশ স্বাধীন হওয়ার পর প্রথম জয়, এটাতেই যেন নিয়মিত থাকতে পারি আমরা, এটাই প্রত্যাশা।’ সাকিবকে নিয়ে আলাদা করে বলতেও ভুললেন না তিনি। তিনি আরও বললেন, ‘সাকিব আল হাসানের ব্যবহারের কারণেই তার প্রতি অনেকের অনেক ক্ষোভ জন্মেছে, এজন্যই এ রকম একটা ঘটনা ঘটেছে বলেই আমি বিশ্বাস করি। অনেক দিনের রাগ-বিরক্তির জন্ম নিয়েছে বলেই এমনটা হয়েছে। কিন্তু তাই বলে এ রকম একটা অভিযোগ দিয়ে পুরো বিশ্বের কাছে সাকিবকে হেনস্তা করা উচিত না আমাদের। কারণ, সাকিব আল হাসান একবারই জন্মায়। আবার কবে জন্মাবে আমরা জানি না।’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: