সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
রবিবার, ১৬ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

শ্রীলঙ্কার ওয়ানডে অধিনায়কও আসালাঙ্কা

টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা, আর ওয়ানডেতে একই ভূমিকায় কুসল মেন্ডিস। এই দুই লঙ্কানকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল গত বছরের ডিসেম্বরে। এবার তাদের দুজনের জায়গাতেই এলো পরিবর্তন। সাদা বলের দুই সংস্করণেই শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন চারিথ আসালাঙ্কা।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর হাসারাঙ্গা অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পর সহ-অধিনায়ক থেকে পদোন্নতি হয় আসালাঙ্কার। এবার ওয়ানডেতেও কুসলের জায়গায় নেতৃত্বের ভার আসালাঙ্কার কাঁধে তুল দিয়েছে দেশটির নির্বাচক প্যানেল।

ফলাফল আসা আটটি ম্যাচে লঙ্কানদের নেতৃত্ব দিয়ে ছয়টিতে জয় পেয়েছেন কুসল। ডানহাতি এই ব্যাটারের অধিনায়কত্বে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে টানা পাঁচ ম্যাচ জিতেছিল লঙ্কানরা। তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেছিল তার দল।

মঙ্গলবার ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দলে ফিরেছেন চামিকা করুনারত্বে ও আকিলা ধনঞ্জয়া। চোটে পড়ে নুয়ান থুশারা খেলতে পারছেন না ঘরের মাঠের সিরিজটি। ২৪ বছর বয়সী টেস্ট খেলুড়ে ব্যাটার নিশান মাধুশকা পেয়েছেন ডাক। সবশেষ লঙ্কা প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে থাকা কুসল পেরেরার যদিও সুযোগ আসেনি।

কলম্বোতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২ আগস্ট। একই মাঠে বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৪ ও ৭ আগস্ট।

শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, কুসল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, নিশান মাধুশকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, চামিকা করুনারত্নে, মাহিশ থিকশানা, আকিলা ধনঞ্জয়া, দিলশান মাদুশঙ্কা, মাথিশা পাথিরানা, আসিথা ফার্নান্দো

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: