সর্বশেষ আপডেট : ১ মিনিট ১৫ সেকেন্ড আগে
রবিবার, ২৩ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

মাধবপুরে এলজিইডির নারী কর্মীদের মজুরির টাকা আত্মসাৎ

ডেইলি সিলেট ডেস্ক ::

হবিগঞ্জের মাধবপুর উপজেলা এলজিইডির পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ (আরইআরএমপি-৩)-এর নারী কর্মীদের মজুরির টাকার একটি অংশ দীর্ঘদিন থেকে আত্মসাৎ ও এদের নানা হয়রানি করার অভিযোগে নারী কর্মীরা অফিস ঘেরাও করেন।

মঙ্গলবার (১৬ জুলাই) মাধবপুরের উপজেলা প্রকৌশলী কার্যালয়ের সামনে কর্মীরা অফিস ঘেরাও কর্মসূচি ও প্রতিবাদ করেন।

জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়ন থেকে ১০৭ নারী কর্মী ওই প্রকল্পে কাজ করছেন। কিন্তু তাদের মজুরি থেকে প্রতি মাসে নিয়ম বহির্ভূতভাবে ১০০ টাকা করে কর্তন করা হয়। পুরো প্রকল্পে যা হিসাব করলে দাঁড়ায় ৫ লাখ ১৩ হাজার ৬০০ টাকা।ভুক্তভোগী নারী শ্রমিকদের অভিযোগ, ৪ বছর মেয়াদি ওই প্রকল্পের মজুরির টাকার একটি অংশ কর্মকর্তা-কর্মচারীরা আত্মসাৎ করছে। এছাড়া কর্মীদের ব্যাংকের হিসাব থেকে তাদের অজ্ঞাতে টাকা উত্তোলন করা হয়। প্রদান করা হয়নি তাদের ব্যাংক অ্যাকাউন্টের চেক বইও। বিগত ৪ বছর ধরে প্রত্যেক শ্রমিকের কাছ থেকে ১০০ টাকা করে কর্তন করে হচ্ছে। প্রতিবাদ করলে কাজ হারানোর ভয় দেখানো হয়।উপজেলার প্রকল্পটির কমিউনিটি অর্গানাইজার যোবায়ের আনসারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, হবিগঞ্জ এক্সচেঞ্জ অফিসে অতিরিক্ত টাকা পাঠিয়ে দিতে হয়। বিষয়টি উপজেলা প্রকৌশলী অবগত আছেন। অফিস খরচ বাবদ কিছু টাকা আমরা রেখে দেই তাদের কাছ থেকে।

যোগাযোগ করা হলে উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম মৃধা বলেন,বিষয়টি একটি সময় নিয়ে খতিয়ে দেখতে হবে। আমি নতুন যোগদান করেছি।হবিগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম বলেন, আমাদের জেলা অফিসে কোনো খরচ পাঠাতে হয় না। মাধবপুরের কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম বা অর্থ আত্মসাতের বিষয়টি তদন্ত করে দেখা হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: