সর্বশেষ আপডেট : ৫৪ মিনিট ২৩ সেকেন্ড আগে
বুধবার, ৯ জুলাই ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

পশ্চিমবঙ্গে মুখ থুবড়ে পড়ল ‘তুফান’

ডেইলি সিলেট ডেস্ক ::

ভারতের পশ্চিমবঙ্গে মুখ থুবড়ে পড়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। দর্শক খরায় এক সপ্তাহ পার হতে না হতেই সেখানকার প্রেক্ষাগৃহ থেকে ছবিটি নামিয়ে ফেলা হয়েছে। জানা গেছে, এই মুহূর্তে ভারতের মাত্র একটি হলে চলছে ‘তুফান’।

গত ৫ জুলাই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ৪৭টি হলে মুক্তি পায় ‘তুফান’। প্রথম দিন প্রচুর দর্শক ছবিটি দেখতে হাজির হয়েছিরেন। কিন্তু দ্বিতীয় দিন থেকেই ছবির টিকিট বিক্রি আশঙ্কাজনক হারে কমতে শুরু করে। এই ধাক্কা সামাল দিতে পারলেন না হলমালিকেরা।

শুক্রবার (১২ জুলাই) সবগুলো প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটি নামিয়ে ফেলা হয়েছে। শুধু দক্ষিণ ২৪ পরগনার একটি হলে চলছে এই ছবি। বিষয়টি জানতে যোগাযোগ করা হলে এসভিএফ-এর সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, সোমবারের আগে এ বিষয়ে তারা কোনো তথ্য দিতে পারবে না।

জানা গেছে, কলকাতায় অবস্থানরত বাংলাদেশি দর্শকেরাই ‘তুফান’ দেখতে গিয়েছিলেন। সব মিলিয়ে সেখান থেকে ছবিটির আয় ১০ লাখের কাছাকাছি। পশ্চিমবঙ্গের একটি গণমাধ্যম তীর্যক শিরোনামে জানিয়েছে, কলকাতায় টিকিট বিক্রি করে ‘তুফান’ টিমের ফুচকার পয়সা উঠে গেছে।

শুরু থেকেই ‘তুফান’ নিয়ে দরুণ আশাবাদী ছিলেন ছবির প্রযোজক-পরিচালক ও অভিনয়শিল্পীরা। কলকাতার বিভিন্ন সিনেমার গ্রুপ থেকে পাওয়া প্রতিক্রিয়া থেকে জানা গেছে, কলকাতার চলচ্চিত্রপ্রেমী দর্শকেরা শাকিব খানের এই সিনেমা নিয়ে বিরক্ত। যদিও বাংলাদেশে ‘তুফান’ বেশ ভালো ব্যবসা করেছে। এমনকি আজ শুক্রবার পঞ্চম সপ্তাহেও বাংলাদেশে ‘তুফান’ দেখতে যাচ্ছেন দর্শকেরা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: