সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
রবিবার, ১৯ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

পাক সুপ্রিম কোর্টে ইমরানের জামিন

ডেইলি সিলেট ডেস্ক ::

তোশাখানা মামলায় নিম্ন আদালতের দেয়া সাজায় আগেই স্থগিতাদেশ দিয়েছিল ইসলামাবাদ হাইকোর্ট। এবার পাকিস্তান সুপ্রিম কোর্ট বিচারাধীন ‘রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস’ মামলায় জেলবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিনের আবেদন মঞ্জুর করেছে।

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া দেশটির সাধারণ নির্বাচনের আগে এটিকে তাদের বড় বিজয় বলে মনে করছে ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তার সমর্থকরা ইতিমধ্যেই বলতে শুরু করেছেন, তিন দশক আগে অবসর ভেঙে ২২ গজের লড়াইয়ে ফিরে যেভাবে পাকিস্তানকে বিশ্বকাপ জিতিয়েছিলেন তিনি, এবার ভোটের ময়দানেও তার ছায়া দেখা যাবে।

পাক সুপ্রিম কোর্টের শুক্রবারের (২২ ডিসেম্বর) রায়ের ফলে নির্বাচনী রাজনীতিতে ইমরানের প্রত্যাবর্তন কার্যত নিশ্চিত হলো বলে আইন বিশেষজ্ঞদের একাংশের মত। ইমরানের পাশাপাশি ওই মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির জামিনের আবেদনও মঞ্জুর করেছে পাক সুপ্রিম কোর্ট।

২০২২ সালের এপ্রিলে দলীয় পার্লামেন্ট সদস্যদের একাংশের বিদ্রোহের জেরে প্রধানমন্ত্রিত্বের ‘ইনিংসের’ মাঝপথে ‘রান আউট’ হওয়ার সময় ইমরান জানিয়েছিলেন, তিনি যড়যন্ত্রকারীদের সামনে মাথা নত করবেন না। আবার প্রত্যাবর্তন করবেন স্বমহিমায়। শুক্রবারেরে উচ্চ আদালতের জামিনের পর পাকিস্তানের সাধারণ জনগণের মধ্যে জোর গুঞ্জন শোনা যাচ্ছে, ৮ ফেব্রুয়ারি কি পিটিআই-কে ‘নির্বাচনী কাপ’ জেতাতে পারবেন ইমরান খান?

এর আগে গত নভেম্বরে পিটিআই জানিয়েছিল, আগামী ৮ ফেব্রুয়ারি পাক পার্লামেন্টের নিম্নকক্ষ ‘ন্যাশনাল অ্যাসেম্বলি’র নির্বাচনে ইমরান জেলে থাকলেও পিটিআই ভোটে অংশ নেবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: