সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শনিবার, ১৮ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

পাকিস্তানের বিপক্ষে টাইগ্রেসদের ওয়ানডে দল ঘোষণা

ডেইলি সিলেট ডেস্ক ::

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জয়ের পর ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে সোমবার এ দল ঘোষণা করে বিসিবি। স্কোয়াডে বড় কোনো চমক নেই। নিয়মিত ক্রিকেটাররাই জায়গা পেয়েছেন এই সিরিজে।

পাকিস্তানের বিপক্ষে দলকে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক জ্যোতিই। তাঁকে সহায়তা করবেন নাহিদা আক্তার। ১৬ সদস্যের স্কোয়াডে ফিটনেস সাপেক্ষে আছেন সুলতানা খাতুন। সঙ্গে স্ট্যান্ডবাই রাখা হয়েছে তিনজনকে।

আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই সিরিজ শুরু হবে ৪ নভেম্বর। দ্বিতীয় ওয়ানডে ৭ নভেম্বর। আর তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ১০ নভেম্বর। সব ম্যাচই মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে সকাল সাড়ে ৯টায়।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, শামিমা সুলতানা, সোবহানা মোস্তারি, ঋতু মণি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, মুরশিদা খাতুন, সুমাইয়া আক্তার, নিশীতা আক্তার নিশি, সুলতানা খাতুন (ফিটনেস সাপেক্ষে)।

স্ট্যান্ডবাই: সালমা খাতুন, শরীফা খাতুন, শারমিন আক্তার সুপ্তা।

এর আগে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান নারী দল। গতকাল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শেষ হয়েছে। ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশের মেয়ের। এবার ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য দল দিয়েছে বিসিবি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: