সর্বশেষ আপডেট : ৩৫ মিনিট ৭ সেকেন্ড আগে
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

বাংলাদেশের লক্ষ্য ২৫৫ রান

ডেইলি সিলেট ডেস্ক ::

ঘরের মাঠে বৃষ্টির শঙ্কা নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। ম্যাচটির প্রথম ইনিংসে নিউজিল্যান্ড বড় সংগ্রহের ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত দলটি ব্যর্থ হয়েছে। মোস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদের তোপে বড় সংগ্রহের আগেই থামতে হয়েছে কিউইদের।

শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং বেছে ২৫৪ রান করেছে নিউজিল্যান্ড। দলের হয়ে ৬৬ বলে সর্বোচ্চ ৬৮ রান করেন ব্লান্ডেল। ৬১ বলে ৪৯ রান করেন নিকোলস। চতুর্থ উইকেট জুটিতে দুজনে আনেন ৯৫ রান।

১০ ওভার অল করে ৫৩ রানে ২ উইকেট নেন মোস্তাফিজ। হাসান ১০ ওভারে ৪৬ রানে পান ১ উইকেট। অভিষিক্ত খালেদ ৬০ রানে পান ৩ উইকেট। ভালো বল করেছেন অফ স্পিনার শেখ মেহেদী। ১০ ওভারের কোটা পূরণ করে ৪৫ রানে ৩ উইকেট পেয়েছেন তিনি।

ম্যাচের তৃতীয় ওভারে বাড়তি লাফানো বলে উইল ইয়ং ফেরান মোস্তাফিজ। ইয়ংয়ের ব্যাটের উপরের দিকে লেগে ক্যাচ যায় কিপার লিটন দাসের গ্লাভসে। ৮ বলে ০ করে ফেরেন তিনি।

১৫ রানে প্রথম উইকেট হারানোর পর ফিন অ্যালেন দলের হাল ধরতে পারেননি। সপ্তম ওভারে মোস্তাফিজকে ড্রাইভ করতে গিয়ে ক্যাচ দেন স্লিপে। লাফিয়ে উঠে দারুণ ক্যাচ হাতে জমান সৌম্য সরকার। ২৬ রানে দ্বিতীয় উইকেট হারায় কিউইরা।

তিনে নেমে চাঁদ বোওজ প্রতিরোধের চেষ্টা করলেও বেশিক্ষণ টেকেননি। ৮ম ওভারে ওয়ানডেতে প্রথম বল হাতে নিয়ে তাকে ফেরান খালেদ।

খালেদের বলে ফ্লিক করতে গিয়ে স্কয়ার লেগে তাওহিদ হৃদয়ের হাতে জমা পড়েন তিনি। ৩৬ রানে তৃতীয় উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড।

এরপরই জমে উঠে ব্লান্ডেল-নিকোলসের জুটি। ২৭তম ওভারে এসে এই জুটি ভাঙেন খালেদ। দারুণ খেলতে থাকা নিকোলস খালেদের বলে কিপারের হাতে ক্যাচ দেন। ৬১ বলে ৪৯ রানে থামেন তিনি। খালেদ পান দ্বিতীয় উইকেট।

বাঁহাতি নিকোলসকে অ্যারাউন্ড দ্য উইকেটে বল করতে এসে সাফল্য পান ডানহাতি পেসার। ভেতরে ঢোকা বল কাট করতে গিয়ে পরাস্ত হন। তাতে ১৩১ রানে চতুর্থ উইকেট হারায় নিউজিল্যান্ড। এর আগে লম্বা সময় বাংলাদেশকে হতাশ করছিলেন নিকোলস।

রাচিন রবীন্দ্রকে থিতু হতে দেননি শেখ মেহেদী হাসান। মেহেদীর বলে পেছনের পায়ে খেলতে গিয়ে এলবিডব্লিউ হন এই ব্যাটার। হাসানের বলে রানের খোঁজে থাকা ব্লান্ডেল হন পরিষ্কার বোল্ড। নাসুম আহমেদ তুলে নেন কুল ম্যাকনকিকেও। আচমকা পথ হারিয়ে ফেলে নিউজিল্যান্ড।

৮ম উইকেটে কাইল জেমিসনককে নিয়ে ৩২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন ইশ সোধি। টেল ছাঁটতে গিয়ে হাসান রান আউট করেন। ক্রিকেটে বহুল আলোচিত ‘মানকাড়’ আউট হিসেবে আলোচিত তা। তবে সোধিকে আউট না করে লিটন তাকে ফিরিয়ে আনেন। নিশ্চিত আউট থেকে বেঁচে ৩৯ বলে ৩৫ করে দলকে আড়াইশো পার করান সোধি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: