সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ফিজের পর খালেদের আঘাতে চাপে নিউজিল্যান্ড

ডেইলি সিলেট ডেস্ক ::

বৃষ্টি মাথায় নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ ও নিউজিল্যান্ড। শনিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টস জিততেই ব্যাট করার বিষয়ে দ্বিতীয়বার ভাবেননি ব্যাট নিউজিল্যান্ড অধিনায়ক লকি ফার্গুসন।

তবে ব্যাটিংয়ে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি কিউইদের। ইনিংসের তৃতীয় ওভারেই আঘাত হেনেছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। ১৫ রানে প্রথম উইকেট তুলে নেয় বাংলাদেশ।

৮ বলে ০ রান করেন মোস্তাফিজের লাফিয়ে উঠা ডেলিভারিতে ব্যাট ছুঁইয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন উইল ইয়ং। এরপর ইনিংসের সপ্তম ওভারে ওভারে ফিন অ্যালেনকেও ফিরিয়েছেন কাটার মাস্টার। ১৫ বলে ১২ রান করেন তিনি। ৬.১ ওভারে ২৬ রানে হারাল দ্বিতীয় উইকেট। তবে বেশি কৃতিত্ব দিতে হবে সৌম্য সরকারকে। স্লিপে অ্যালেনের দারুণ ক্যাচ নিয়েছেন তিনি।

তবে ওয়ানডে অভিষেক ম্যাচে প্রথম ওভারেই ঝলক দেখালেন খালেদ আহমেদ। কিউই ইনিংসের অষ্টম ওভারে খালেদের হাতে বল তুলে দেন অধিনায়ক লিটন দাস। প্রথম বলে বাউন্ডারি হজম করলেও এরপর দারুণভাবে লাইন ফিরে পান খালেদ। পঞ্চম বলে তিনি স্কয়ার লেগে তাওহিদ হৃদয়ের ক্যাচ বানান অনেকটাই সেট হয়ে যাওয়া চাদ বয়েসকে (১৯ বলে ১৪)।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮.৩ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৪০ রান। হেনরি নিকোলস ১০ আর টম ব্লান্ডেল শূন্য রানে অপরাজিত আছেন।

চোট থাকায় একাদশ থেকে ছিটকে গেছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। তার পরিবর্তে ওয়ানডে দলে অভিষেক করা হয়েছে পেসার খালেদ আহমেদকে। যদিও এর আগে টাইগারদের হয়ে তিনি সাদা পোশাকের ম্যাচ খেলেছেন। নুরুল হাসান সোহানকেও এই ম্যাচে রাখেনি টিম ম্যানেজম্যান্ট। দ্বিতীয় ওয়ানডের একাদশে আছেন হাসান মাহমুদ। এদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে নিউজিল্যান্ড।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহিদ হৃদয়,তানজিদ হাসান তামিম, মাহমুদউল্লাহ, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।

নিউজিল্যান্ড একাদশ:

ফিন অ্যালেন, উইল ইয়ং, চ্যাড বোয়েস, হেনরি নিকোলাস, টম ব্লান্ডেল, রাচিন রবিন্দ্র, কোলে ম্যাককনচি, ইশ শোধি, কাইল জেমিনসন, লকি লার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: