সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

চিকিৎসা শেষে দেশে ফিরলেন রওশন এরশাদ

ডেইলি সিলেট ডেস্ক ::
থাইল্যান্ডে প্রায় এক মাস চিকিৎসার পর দেশে ফিরলেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে থাই এয়ারওয়েজ টিজি-৩২১ বিমানে ঢাকায় ফেরেন তিনি। রওশন এরশাদের সফরসঙ্গী ছিলেন তার ছেলে রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ এরশাদ ও পুত্রবধূ মাহিমা সাদ এবং মুখপাত্র কাজী মামুনূর রশিদ।

রওশন এরশাদকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অভ্যর্থনা জানান বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙা এমপি এবং রাজনৈতিক সচিব গোলাম মসীহ্’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

এসময় আরও উপস্থিতি ছিলেন জাতীয় পার্টির সাবেক মন্ত্রী গোলাম সারোয়ার মিলন, সাবেক এমপি এম এ গোফরান, অধ্যাপক নুরুল ইসলাম মিলন, সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, কেন্দ্রীয় নেতা নুরুল হক নুরু, ক্বারী হাবিবুল্লাহ বেলালী, ডা. খন্দকার রফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা খন্দকার মনিরুজ্জামান টিটু, জহির উদ্দিন জহির প্রমুখ। তবে জাপা চেয়ারম্যান জিএম কাদের অনুসারী কাউকে দেখা যায়নি।

বিরোধী দলীয় নেতার দেশে ফেরা উপলক্ষে সকাল ১১টা থেকেই বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সামনে অবস্থান নেন জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

দলীয় সূত্রমতে, রওশন এরশাদ ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষ করেছেন। বর্তমানে সুস্থ আছেন। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে গুলশানের নিজের বাসভবনে উঠেছেন। সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রওশন এরশাদ।

উল্লেখ্য, স্বাস্থ্য পরীক্ষা এবং নিয়মিত চিকিৎসার জন্য গত ১০ জুলাই থাইল্যান্ডে যান সাবেক রাষ্ট্রপতি এরশাদের স্ত্রী রওশন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: