সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ খ্রীষ্টাব্দ | ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেটে গণপূর্তের উপ সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

ডেইলি সিলেট ডেস্ক ::

সিলেটে গণপূর্ত বিভাগের এক কর্মকর্তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে। ওই কর্মকর্তার নাম মো. আব্দুর রহিম। তিনি সিলেট গণপূর্ত উপ বিভাগ-৩ এর উপ সহকারী প্রকৌশলী। গত ১৩ মে ওই কর্মকর্তার স্ত্রী আকলিমা বেগম থানায় হাজির হয়ে এজাহার দাখিল করলে সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি ( নং ২৪/২৭৪) রুজু করে।

মামলার এজাহারে বলা হয়, বিগত ২০১৪ সালের ১৭ এপ্রিল চার লাখ টাকা দেনমোহরে ইসলামী শরিয়াহ মোতাবেক গণপূর্তের কর্মকর্তা মো. আব্দুর রহিমের সঙ্গে বাদীনি আকলিমা বেগমের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর থেকে মো. আব্দুর রহিম ব্যবসার কথা বলে আকলিমার ভাইয়ের কাছে টাকা ধার চান। আকলিমার সুখের কথা চিন্তা করে তার ভাই রহিমকে ১২ লাখ টাকা ধার দেন। কিন্তু সেই টাকা ফেরত চাইলে ওই কর্মকর্তা দাবি করেন, তিনি ইঞ্জিনিয়ার হিসেবে বিয়ের জন ২০ লাখ টাকা যৌতুক পান। এক পর্যায়ে রহিম ৫ লাখ টাকা যৌতুক এনে দেওয়ার জন্য আকলিমাকে নির্যাতন শুরু করেন। ঘটনার দিন গত ১২ মে সবজি কাটার ছুরি দিয়ে রহিম তার স্ত্রী আকলিমাকে জখম করেন ও লাঠি দিয়ে মারপিট করে ঘরের রুমে তালাবদ্ধ করে রাখেন। এসময় তিনি জরুরি সেবা ৯৯৯-এ কল করলে কোতোয়ালি পুলিশ তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠায়।

ভিকটিম আকলিমা বেগম বলেন,‘ তিনি টাকার জন্য শুধু মারধর করে। টাকা এনে না দিলে আমার সঙ্গে সংসার করবে না বলে। ওসিসিতে চিকিৎসা নেওয়ার পর আমি মামলা করেছি।’

মামলা রুজুর বিষয়টি স্বীকার করে সিলেট গণপূর্তের উপ সহাকারী প্রকৌশলী মো. আব্দুর রহিম বলেন, আমি তাকে মারধর করিনি। আমার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা।’

এ বিষয়ে ভিকটিম আকলিমাকে উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা এএসআই জাহাঙ্গির আলম বলেন, গণপূর্তের ওই কর্মকর্তার কাজলশাহর বাসা থেকে ভিকটিমকে আমরা আহত অবস্থায় উদ্ধার করি।

জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা সিলেট কোতোয়ালি মডেল থানার এসআই সুমন মন্ডল বলেন, আসামি মো. আব্দুর রহিমের বিরুদ্ধে আকলিমাকে নির্যাতনের ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।’

এ ব্যাপারে সিলেট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায় বলেন, আমরা জানতে পেরেছি উপ সহকারী প্রকৌশলী আব্দুর রহিমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে আমাদের বিভাগীয় নীতিমালার নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: