সর্বশেষ আপডেট : ১৮ ঘন্টা আগে
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

কারাবন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন কারা কর্তৃপক্ষের

ডেইলি সিলেট ডেস্ক ::

ঈদের দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ। প্রায় ৯ হাজার বন্দিকে ঈদের দিন সকালে দেয়া হয় মিষ্টি, পায়েস, মুড়ি। দুপুরে দেয়া দেয়া হয় পোলাও, মুরগির রোস্ট, গরুর মাংস/খাসির মাংস। এছাড়া রাতেও থাকছে উন্নত খাবার।

সকাল ৭টায় বন্দিদের নিজ নিজ সেলে মুড়ি, পায়েস ও চমচম পাঠায় কারা কর্তৃপক্ষ। খাওয়ার পর বন্দিরা ঈদের জামাতে অংশগ্রহণ করেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, সকালে কারাগারের ভেতরেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সব মুসলিম কারাবন্দি জামাতে অংশ নেন। বর্তমান তাপদাহ ও গরমের কথা বিবেচনা করে এবার বিনোদনের ব্যবস্থা রাখা হয়নি। কারাবন্দিরা যাতে রোদে ও গরমে শারীরিক কোনও সমস্যায় না পড়েন সেসব বিষয় বিবেচনা থেকেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কারা সূত্র জানায়, দুপুরে পোলাও, মুরগির রোস্ট, গরুর মাংস/খাসির মাংস পরিবেশন করা হয়েছে। এছাড়া কোমল পানীয় ও পান সুপারির ব্যবস্থাও রাখা হয়েছে। রাতের খাবারে বন্দিরা খাবেন সাদা ভাত, আলুর দম, ডিম ও মাছ। এছাড়া থাকবে লেবু ও শসা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: