cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সিলেটে মা’দক মা’মলায় মোহাম্ম’দ আলী নামের এক আ’সামিকে যাব’জ্জীবন কারাদ’ণ্ড দিয়েছেন আ’দালত। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সিলেটের বিশেষ জে’লা ও দায়রা জজ (জননিরাপত্তা ট্রাইব্যুনাল)-এর বিচারক প্রশান্ত কুমা’র বিশ্বা’স এ রায় দেন।
দ’ণ্ডপ্রাপ্ত মোহাম্ম’দ আলী (৪০) নেত্রকোনার মহিষবের আগিয়া বাজার পূর্বধলা এলাকার বাসিন্দা। তবে রায় ঘোষণার সময় তিনি আ’দালতে উপস্থিত ছিলেন না। রায়ে লিটন মিয়া নামের আরেক আ’সামি খালাস পেয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) মো. মফুর আলী।
আ’দালত সূত্রে জানা যায়, ২০১৩ সালে ১৩ নভেম্বর সিলেট নগরের তালতলা এলাকার গুলশান হোটেল থেকে ৪০০ গ্রাম হেরোইনসহ চারজনকে আ’ট’ক করে রেব। পরে রেবের উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমান সিলেট কোতোয়ালি থা’নায় মা’দক নিয়ন্ত্রণ আইনে মা’মলা করেন।
পরে পু’লিশ মা’মলার ত’দন্ত করে ২০১৪ সালের ২০ জানুয়ারিতে মোহাম্ম’দ আলী ও লিটন মিয়াকে অ’ভিযু’ক্ত করে আ’দালতে অ’ভিযোগপত্র দাখিল করেন। মা’মলার দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার আ’দালতের বিচারক এ রায় দেন। তবে দ’ণ্ডপ্রাপ্ত এবং খালাসপ্রাপ্ত দুই আ’সামিই বর্তমানে পলাতক।
পিপি মফুর আলী বলেন, মা’দক মা’মলায় ১০ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। সাজা’প্রাপ্ত ব্যক্তিকে গ্রে’প্তার করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
Leave a Reply