সিলেট মহানগর গোয়েন্দা পু’লিশের (ডিবি) অ’ভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার করা হয়েছে। রোববার (২৮ আগস্ট) এক সংবাদ বি’জ্ঞপ্তিতে মহানগর গোয়েন্দা পু’লিশের (ডিবি) এ তথ্য জানিয়েছেন।
গ্রে’প্তারকৃত মা’দক ব্যবসায়ি মো. আমির আলী (৩০)। আমির আলী সিলেটের ওসমানীনগর থা’নার গোয়ালাবাজার দাসপাড়া এলাকার মৃ’ত কলম’দর আলীর ছে’লে।
ডিবি জানায়, শনিবার (২৭ আগস্ট) রাতে বন্দরবাজার ও সোবহানীঘাটগামী রাস্তা ও রংমহল টাওয়ার সংলগ্ন ইকবাল চুলাঘর নামীয় দোকানের সামনে অ’ভিযান পরিচালনা করে। এ সময় আসামীর কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উ’দ্ধার করা হয়।
উক্ত মা’দক ব্যবসায়ির বি’রুদ্ধে এসএমপি কোতোয়ালী মডেল থা’নায় মা’মলা দায়ের প্রক্রিয়াধীন আছে।