সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
শুক্রবার, ৩ মে ২০২৪ খ্রীষ্টাব্দ | ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সিলেটে সবজির দাম কমেছে, মরিচের কেজি ২৫ টাকা

সিলেট নগরীর সুবহানীঘাটে সবচেয়ে বড় কাঁচাবাজার। এখানে চলে আড়ৎদারী ব্যবসা। প্রতিদিন কোটি কোটি টাকার ব্যবসা হয় এই বাজারে। পণ্য সিলেট নগরীসহ বিভিন্ন উপজেলার বাজারে বিক্রির জন্য এ বাজার বা আড়ত থেকে ব্যবসায়ীরা ক্রয় করে নিয়ে যান।

গত সপ্তাহের তুলনায় শনিবার (২৭ আগস্ট) পাইকারি বাজারে বিভিন্ন সবজি কম দামে বিক্রি হতে দেখা যায়। বিশেষ করে পাইকারি বাজারে কাঁচাবাজার পাইকারি দর প্রতিকেজি কাঁচা মরিচ ২৫ টাকা বিক্রি হতে দেখা যায়।

যা মঙ্গলবার (২৩ আগস্ট) প্রতি কেজি কাঁচা মরিচ ছিল ৯০ টাকা। বাজার ঘুরে দেখা গেছে, টমেটো, করলা, কাঁচা মরিচ, লতা, পটল, ঝিঙে, কচু, মুখি, আলু, বরবটি, নাগামরিচ, লেবু, সাতকরাসহ বিভিন্ন রকমারী শাক সবজি উঠেছে বাজারে।

শনিবার (২৭ আগস্ট) পাইকারি বাজারে কাঁচাবাজার পাইকারি দর হিসেবে প্রতিকেজি কাঁচা মরিচ ২৫ টাকা। মঙ্গলবার (২৩ আগস্ট) সুবহানীঘাট কাঁচাবাজার পাইকারি দর হিসেবে প্রতিকেজি কাঁচা মরিচ ৯০ টাকা।

নগরীর টিলাগড়, শিবগঞ্জ, মিরাবাজারসহ বিভিন্ন খুচরা বাজারসহ ঠেলাগাড়িতে তা বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। খুচরা বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৯০ টাকা থেকে ২০০ টাকা দরে।

শনিবার (২৭ আগস্ট) পাইকারি বাজারে কাঁচাবাজার পাইকারি দর লেবু ১-৪ টাকা, শশা ৬০ টাকা, টমেটো পাইকারি বাজারে ৮০টাকা, মুকি ৬০ টাকা, সিম ১০০ টাকা, পটল ২৪ টাকা, আমড়া ২৫ টাকা, কাঁকরোল ২৮-৩০ টাকা, পেঁপে ১০-১২ টাকা, চিকন বেগুন ৪০ টাকা, বেন্ডি ৩০ টাকা, করলা ৬০, চায়না গাজর ১২০ টাকা, ফুলকপি ৮০ টাকা, বাধাকপি ১৭০ টাকা, আলু ২৫ টাকা বিক্রি হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: