cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সিলেট নগরীর শাহপরান থা’নার বালুচর এলাকা থেকে এক ওমান প্রবাসীর স্ত্রী’র ম’রদেহ উ’দ্ধার করেছে পু’লিশ।
মঙ্গলবার রাত আনুমানিক ১২টার দিকে বালুচর এলাকার সেকান্দর মহলের বাসার তালা ভেঙে লা’শ উ’দ্ধার করা হয়েছে।
এসময় ঘরের ভেতর থেকে ওই নারীর প্রায় দুই বছর বয়সী এক শি’শু কন্যাকে জীবিত উ’দ্ধার কর হয়। পরে ওই শি’শুকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা’লে ভর্তি করা হয়েছে।
নি’হত ওই নারীর নাম আফিয়া বেগমের (৩১)। আফিয়ার স্বামী ওমান প্রবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর বালুচর এলাকার সেকান্দর মহলের পাঁচতলা বাসার নিচতলায় থাকতেন ওমান প্রবাসীর স্ত্রী’ আফিয়া বেগম। প্রায় দুই বছর আগে ওই বাসা ভাড়া নেন আফিয়া। মঙ্গলবার রাতে বাসার ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। এতে পাশের ফ্ল্যাটের বাসিন্দাদের স’ন্দেহ হয়। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তারা দেখতে পান আফিয়া বেগমের বাসার দরজা বাইরে থেকে তালা দেওয়া। এরপর তারা পু’লিশে খবর দেন। খবর পেয়ে পু’লিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে। এসময় ওই নারী ম’রদেহ খাটে পড়ে থাকতে দেখা যায়। ম’রদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পাশেই অচেতন অবস্থায় পড়েছিল ওই নারীর শি’শু কন্যা। কাছে গিয়ে পু’লিশ দেখতে পায় শি’শুটি নিঃশ্বা’স নিচ্ছে। পরে পু’লিশ দ্রুত শি’শুটির চিকিৎসার জন্য হাসপাতা’লে পাঠিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহপরান থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, ‘খবর পেয়ে আম’রা ঘটনাস্থলে গিয়ে বাহির থেকে তালা দেওয়া দেখতে পাই। তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে খাটের ওপর ওই নারীর ম’রদেহ পড়ে থাকতে দেখি। ম’রদেহ পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পাশেই পড়েছিল তার শি’শু সন্তান। কাছে গিয়ে দেখতে পাই শি’শুটি নিঃশ্বা’স নিচ্ছে। তাৎক্ষণিকভাবে শি’শুটিকে হাসপাতা’লে পাঠিয়েছি। বাচ্চাটি এখনও জীবিত আছে।
‘ম’রদেহে আ’ঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা দুই-তিনদিন আগে ওই নারীকে হ’ত্যা করেছে। তার হাতে শুকিয়ে যাওয়া র’ক্তের দাগ দেখা গেছে। কিন্তু ম’রদেহ গলে গিয়ে ফুলে বিভৎস আকার ধারণ করেছে। ওই অবস্থায় শি’শুটি না খেয়ে অচেতন অবস্থায় পড়েছিল।’
ওসি আরও বলেন, ‘বাসার দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখে মনে হচ্ছে এটি হ’ত্যাকা’ণ্ড। তবে বাসায় চু’রি-ডা’কাতির কোনো আলামত মেলেনি। তাছাড়া ওই নারীকে ধ’র্ষণের পর হ’ত্যা করা হয়েছে কি-না, ময়নাত’দন্ত প্রতিবেদন ছাড়া তাও এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।’
ওসি বলেন, ‘নি’হতের ম’রদেহ উ’দ্ধার করে ময়নাত’দন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হা্সপাতাল ম’র্গে পাঠানো হয়েছে। ঘটনার র’হস্য উদঘাটনে কাজ করছে পু’লিশ।’