cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
এমসি কলেজের নতুন হোস্টেলে এক ছা’ত্রীর ঝুলন্ত লা’শ পাওয়া গেছে। বুধবার (২৫ মে) সকালে হোস্টেলের চার তলার একটি কক্ষে স্মৃ’তি নামের ওই ছা’ত্রীর ঝুলন্ত লা’শ পাওয়া যায়।
স্মৃ’তি এমসি কলেজের ইংরেজি প্রথম বর্ষের শিক্ষার্থী।
এমসি কলেজের সহযোগী অধ্যাপক মো: তৌফিক এজদানী চৌধুরী জানান, স্মৃ’তি নামের ওই ছা’ত্রী নতুন ছা’ত্রী হোস্টেলের চার তলায় সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁ’স দিয়ে আত্মহ’ত্যা করে।
ধারণা করা হচ্ছে, রাতেই স্মৃ’তি আত্মহ’ত্যা করেছে। সকালে অন্যান্য শিক্ষার্থী তার ঝুলন্ত লা’শ দেখতে পান। পরে পু’লিশকে বিষয়টি জানানো হয়। ওই শিক্ষার্থীর অ’ভিভাবকদের খবর দেয়া হয়েছে।
সকাল দশটার দিকে শাহপরাণ (র.) থা’না পু’লিশের ওসি (ত’দন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য জানান, ওই ছা’ত্রীর অ’ভিভাবকদের খবর দেয়া হয়েছে। তারা আসার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
তিনি জানান, কী’ কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনই বলা যাচ্ছে না। খতিয়ে দেখার পর জানা যাবে।